নবরূপে সেজে উঠছে শিয়ালদহ স্টেশন, চেয়ে দেখবে গোটা ভারত! বিশাল পরিকল্পনা রেলের

ভারতীয় রেল (Indian Railways) ধীরে ধীরে ব্যপক উন্নত হচ্ছে। বিশেষ করে পরিষেবাকে উন্নত করার জন্য উঠেপড়ে লেগেছে। যাত্রী সুরক্ষা এবং ভ্রমণের অভিজ্ঞতাকে আরো সুমধুর করার জন্য অতীতেও নানান পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফে।

ধীরে ধীরে দেশের সমস্ত স্টেশনকে নবরূপে সাজানো হচ্ছে। একদিকে যেমন রেলের গতি বাড়ানো হচ্ছে, অন্যদিকে স্টেশনের মানোন্নয়নের কাজও চলছে। আর সম্প্রতি শিয়ালদহ স্টেশনে (Sealdah) বিরাট পরিবর্তন করতে চলেছে রেল। কিছুদিন পর ভোলপাল্টে নয়া রূপ ধারণ করতে চলেছে সেটি।

জানা যাচ্ছে স্টেশনের ওপর যে টিনের শেড রয়েছে তা বদলে দিয়ে সেখানে বানানো হবে রুফ প্লাজা। সাথে রয়েছে আরো বেশ কিছু পরিবর্তনের কাজ। যে কারণে ২০০ কোটি টাকা খরচ করছে রেল কর্তৃপক্ষ। সৌন্দর্যায়নের সাথে সাথে তৈরি করা হবে অত্যাধুনিক ওয়েটিং রুম এবং ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম।

সাথে যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে নতুন প্রবেশ পথ। এছাড়া যাত্রীদের বেরোনোর পথও আরো প্রশস্ত করা হবে। চাইলে যাতে একেবারেই রুফ প্লাজায় পৌঁছানো যায় সেই ব্যাবস্থাও থাকছে। এছাড়া ইন্টেরিয়র ডিজাইনে পরিবর্তন আসবে। তৈরি করা হবে এস্কেলেটর এবং লিফট।

sdah ed
SEALDAH

ঘটনা সম্পর্কে রেলের ডিআরএম দীপক নিগম বলেন যে, প্রকল্পের বাস্তবায়ন করার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে রেলের তরফে। এখন দেখার কত জলদি নতুন রূপে সেজে ওঠে এই শিয়ালদহ স্টেশন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button