এবার তেজস, রাজধানীর মতো ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে ভ্রমণ! বড় সিদ্ধান্ত রেলের

আপনিও কি কেন্দ্র সকারের হয়ে কর্মরত? তাহলে চিন্তা নেই আপনাদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার এবং ভারতীয় রেল (Indian Railways)। পুজোর মরশুমের আগে সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে। সরকার জানিয়েছে যে এবার থেকে কেন্দ্র সরকারের কর্মচারীরা বিনামুল্যে বা অত্যন্ত কম খরচে দেশের ফ্ল্যাগশিপ ট্রেন ‘তেজস এক্সপ্রেসে’ (Tejas Express) যাতায়াত করতে পারবেন।

সরকারের বিভিন্ন মন্ত্রকের কর্মচারীদের অফিসিয়াল ট্যুরের ক্ষেত্রে এই সুবিধা দিতে চলেছে সরকার। অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, দেশে তেজস, রাজধানী এক্সপ্রেসের মত হাই স্পিড বিলাসবহুল ট্রেনে ছাড় পেয়ে যাবেন বা বিনামুল্যে যাতায়াত করতে পারবেন কেন্দ্র সরকারের কর্মচারীরা।

অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, সরকারী সফরের জন্য তেজস এক্সপ্রেস বা এই ধরনের ট্রেনগুলিতে ভ্রমণে বিশেষ ছাড় দেবে কেন্দ্র সরকার। বহুদিন ধরে এইরকম প্রস্তাব আসার পর সবদিক বিবেচনা করে দেখে কেন্দ্র সরকার তাদের নয়া নিয়ম নিয়ে এসেছে। মেমোরেন্ডাম অনুসারে কর্মচারীরা দেশের বিভিন্ন প্রান্তে অফিসিয়াল সফর, প্রশিক্ষণ এবং স্থানান্তর এর ক্ষেত্রে এই সুবিধা কাজে লাগাতে পারবেন।

tejas express q

কারা পাবেন এই সুবিধা : কোন কর্মচারীরা ট্রেন ভ্রমণের জন্য সুবিধা পেতে পারেন সেটা তাদের কর্মচারীদের বেতনের উপর নির্ভর করবে। যোগ্য সরকারি আধিকারিকদের প্রিমিয়াম ট্রেন, প্রিমিয়াম তৎকাল ট্রেন, রাজধানী, শতাব্দী, দুরন্ত ট্রেনে ভ্রমণ করার অনুমতি দেওয়া হয়। তারা কম ভাড়ায় বা বিনামূল্যে এইসমস্ত ট্রেনে ভ্রমণ করতে পারেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button