দেশের এই ৫টি রেল স্টেশন সম্পূর্ণ মহিলাদের দ্বারাই নিয়ন্ত্রিত, BSF রক্ষীর ভূমিকাতেও বীরাঙ্গনারা

এই শতাব্দীর শুরু থেকে পুরুষ আর নারীর মধ্যেকার ভেদাভেদ ঘুচিয়ে দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয় নারীদের। বর্তমানে নারীরা অবশ্য অনেকটাই ঊর্ধ্বে চলে গিয়েছে। বর্তমানে নিজেদের মেধার জোরে এমন কোনো খ্যাতি নেই যা তারা অর্জন করেনি। কিন্তু জানেন কি দেশের ৫টি রেল স্টেশন রয়েছে যা শুধুমাত্র নারীদের দ্বারাই কন্ট্রোল করা হয়? সেখানে স্টেশন মাস্টার, সুপারভাইজার, টিকিট চেকার থেকে শুরু করে রিজার্ভেশন ক্লার্ক পর্যন্ত সব কাজ মহিলারাই করেন।
এক পাঁচটি স্টেশন এর পুরো ব্যবস্থাই নারীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়
1) মাটুঙ্গা রেলওয়ে স্টেশন : মুম্বাইয়ের মাটুঙ্গা রেল স্টেশন ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হয়ে ওঠে যা শুধুমাত্র মহিলাদের দ্বারাই পরিচালিত হয়। মাটুঙ্গা স্টেশন সেন্ট্রাল রেলওয়ের (Central Railways) অধীনে আসে। লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস 2018-এ রেকর্ড বানায় এই স্টেশন। স্টেশনে সবে মিলিয়ে মোট 41 জন মহিলা কর্মচারী রয়েছেন।
2) জয়পুর রেলওয়ে স্টেশন : মাটুঙ্গার পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জয়পুরের গান্ধী নগর রেলওয়ে স্টেশন। এটিই প্রথম বড় স্টেশন যার পুরো রাশ রয়েছে মহিলাদের হাতে। এই স্টেশনের স্টেশন মাস্টার থেকে টিকিট চেকার পর্যন্ত সব কর্মচারীই কেবল মহিলা। মোট 40 জন মহিলা রেলওয়ে কর্মচারী রয়েছেন সেখানে।
3) আজনি রেলওয়ে স্টেশন : এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত নাগপুরে। এই রেলস্টেশন মহারাষ্ট্রের দ্বিতীয় এবং দেশের তৃতীয় রেলস্টেশন যেটি শুধুমাত্র মহিলাদের দ্বারাই পরিচালিত হয়। খুবই এই গুরুত্বপূর্ণ রুটের পুরোটাই মহিলাদের দ্বারা পরিচালিত হয়ে থাকে। মোট 22 জন মহিলা কর্মচারী কাজ করেন সেখানে।
4) মণিনগর রেলওয়ে স্টেশন : আমেদাবাদের মণিনগর রেল স্টেশন দেশের চতুর্থ স্টেশন যেখানে সমস্ত কার্যকলাপ মহিলাদের দ্বারাই পরিচালিত হয়। স্টেশনের দায়িত্ব রয়েছে মোট 23 জন মহিলা কর্মীর হাতে।
5) চন্দ্রগিরি রেলওয়ে স্টেশন : অন্ধ্রপ্রদেশের এই রেল স্টেশনেরও পুরো দায়িত্বই থাকে মহিলাদের হাতেই। এটি দেশের পঞ্চম স্টেসন যার পুরো দায়ভার রয়েছে মহিলাদের হাতে। 12 জন কর্মচারী রয়েছেন স্টেশনের কাজের জন্য।