আবারো চাকরী প্রার্থীদের জন্য নয়া সুসংবাদ নিয়ে হাজির হয়েছি আমরা। খুবই নূন্যতম যোগ্যতায় ভারতীয় পোস্ট অফিসে (India Post) এবার নিয়ে এসেছে বিপুল চাকরির জোগাড়। পোস্ট অফিসের গ্রুপ D পদের এই মোটা বেতনের চাকরি হতে পারে আপনারও। তাই চলুন জেনে নিই কিভাবে করবেন এই পদে আবেদন, কিইবা যোগ্যতা আছে সেখানে?
কীভাবে আবেদন করবেন?
যারা এই পদে আবেদন করতে চান তাদের প্রথমে ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এবার সেই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। সাথে আপনার যাবতীয় জরুরি ডকুমেন্টস গুলিও জুড়ে দিতে হবে।
কি নাম এই পদের? এবং শুন্য পদ কত?
সমস্ত নিয়োগ হবে পোস্ট অফিসের স্টাফদের গাড়ি চালক পদের জন্য। ১০ টি শুন্য পদের জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন?
এক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাশ করলেই চলবে। কিন্তু এছাড়াও জানতে হবে গাড়ি চালানো। ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে সেই আবেদনকারী অগ্রাধিকার পাবেন।
কি কি ডকুমেন্টস জমা করতে হবে?
১) রঙিন পাসপোর্ট সাইজের ছবি
২) বয়সের প্রমাণপত্র
৩) শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
৪) আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স
৫) জাতিগত সংশয় পত্র
৬) অন্যান্য
কবে এই আবেদনের শেষ তারিখ?
প্রার্থীরা চলতি মাসের ১১ তারিখ অর্থাৎ ১১/০৭/২০২২ অবধি আবেদন করতে পারেন। এইজন্য আপনাকে স্পিড পোস্ট অফিস বা রেজিস্ট্রার পোস্ট অফিসে গিয়ে জমা করে দিতে হবে।
কিভাবে হবে বাছাই?
এই পদে আবেদনকারী প্রত্যেককে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
আবেদন করার বয়সসীমা কত?
ন্যূনতম ১৮ থেকে ৫৬ বছর পর্যন্ত আবেদন করতে পারেন। এছাড়া সংরক্ষিতদের জন্য মিলবে নিয়মমাফিক ছাড়।
কত বেতন পাবেন আপনি?
এই পোস্টের মূল বেতনক্রম হলো ১৯,০০০ থেকে ৬৩,০০০ টাকা। এছাড়া যুক্ত হবে আরো কিছু ভাতা।