৩ স্ত্রী, ৭ সন্তান! কোটি টাকার মালিক! অবশেষে গ্রেফতার ভারতের সবথেকে বড় গাড়ি চোর

বাস্তব জীবনে এমন কিছু ঘটনা সামনে আসে যা সিনেমার ঘটনাকেও হার মানাবে। রুপোলি পর্দায় অনেক গ্যাংস্টারকে দেখেছি আমরা, কিন্তু তাই বলে একেবারে ৫ হাজার গাড়ি চুরির ঘটনা শুনেছেন কোনোদিন? রিল লাইফে ধুম টু এর হৃতিক রোশনকেও হার মানাবে এই রিয়েল লাইফের গ্যাংস্টার।

এই মহাচোর হল অনিল চৌহান। অবশ্য চোরের যায়গায় তাকে ডাকাত বলা ভালো। কিন্তু শুধু চুরিই নয়, তার জীবনও বেশ রঙিন। রয়েছে ৩ স্ত্রী আর ৭ সন্তান। আর এই চোরকেই এবার পাকড়াও করেছে দিল্লী পুলিশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর বিরুদ্ধে ৫ হাজারেরও বেশি গাড়ি চুরির অভিযোগ রয়েছে।

আর তার সম্পত্তি? কোটিপতিরাও লজ্জা পাবে তাই দেখে। দিল্লি হোক বা মুম্বাই অথবা উত্তর পূর্বের রাজ্য, সমস্ত জায়গাতেই কোটি কোটি টাকার সম্পত্তির অধিকারী সে। তার বাড়ির দাম মাত্র ১০ কোটি টাকা! এছাড়া পুলিশ এখন তার বাকি সম্পত্তির খোঁজ চালাচ্ছে। ২৭ বছরে ৫ হাজারের বেশি গাড়ি চুরি করে চোরদের জগতের একচ্ছত্র নায়ক সে।

ভাবতে পারেন কি যে, কেও বিমানে চড়ে গাড়ি চুরি করতে পারে? হ্যাঁ ঠিক এমনই কায়দা ছিল তার। চুরি করার সময় যাতায়াত করত বিমানে করেই। আর এই কারণে দীর্ঘদিন ধরেই অনিলকে খুঁজছিল পুলিশ। আর মঙ্গলবার একদম হাতেনাতে পাকড়াও করা হয় তাকে। শুধু চুরিই নয়, অনিল এখন নিজের পরিধি বাড়িয়ে শুরু করেছে অস্ত্র চোরাচালান। উত্তর-পূর্ব রাজ্যের নিষিদ্ধ সংগঠনগুলিতে অস্ত্র সরবরাহ করার মূল চক্রি অনিল।

প্রথম জীবনে অটো রিকশা চালিয়ে শুরু করে, তারপর শুরু হয় চুরি। সবচেয়ে বেশি মারুতি ৮০০ গাড়ি চুরির রেকর্ড রয়েছে তার নামে। এরপর চুরিতে হাত পাকিয়ে নেপাল, জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্ব রাজ্যে নিজের জাল বিস্তার করতে থাকে সে। এখানেই তার অপরাধের শেষ নয়, চুরির সময় হত্যাও করেছে অনিল। পরবর্তীতে সে অসমে থাকতে শুরু করেন, আর ঠিক সেই সময়ই ফুলে ফেঁপে ওঠে তার সাম্রাজ্য।

car chor h 1662377835

প্রসঙ্গত অনিলের রয়েছে তিন স্ত্রী আর সাত সাতটি সন্তান। অনিলের পাশাপশি তাঁদেরও বেশ কয়েকবার গ্রেফতারও করেছে পুলিশ। এর আগে ২০২০ সালে একবার জেল থেকে ছাড়া পেয়েছিল সে। এবার গ্রেফতারের সময় তার কাছ থেকে মোট পিস্তল ও সাতটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। খোঁজ শুরু হয়েছে তার দল নিয়ে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button