এদের আর দিতে হবে না ট্যাক্স! বাজেটের আগেই বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

সামনেই ২০২৩ সালের বাজেট। নতুন বছর পড়ার সাথে সাথেই খুব জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দাবি উঠেছে আয়কর ছাড় নিয়ে। এতদিন ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কারীদের কোনো ট্যাক্স দিতে হতো না। সেটাকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার দাবী বহু পুরনো। কিন্তু তার আগে দারুণ খবর শোনাল অর্থ মন্ত্রক।

যদিও ১ ফেব্রুয়ারি এর আগে পুরো খবর জানা যাবেনা। কিন্তু তার আগে আরেক বড় খবর শুনিয়েছে সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ৭৫ বছর বয়সী প্রবীণরা ছাড় পাবেন। অর্থ মন্ত্রকের তরফে ট্যুইট করে জানানো হয়েছে যে, ৭৫ বছরের বেশি বয়সী নাগরিক, যাদের আয়ের প্রধান উৎস পেনশন এবং ব্যাংকের সুদ, তাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার দরকার নেই।

income tax

সরকারের নয়া ঘোষনায় বড় স্বস্তি পেয়েছেন প্রবীণ নাগরিকরা। বয়স্ক নাগরিকদের আয়কর জমা দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই সরকারের এই সিদ্ধান্ত তারিফযোগ্য। আর এই জন্য আয়কর আইনে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। ১৯৬১ সালের আয়কর বিধি সংশোধন করা হয়েছে সেখানে একটি নতুন ধারা, 194-P ধারা যুক্ত করা হয়েছে।

tips to ensure you are not breaking income tax law

গতবছর, অর্থাৎ ২০২২ সালেই এই নিয়ে ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) নয়া নিয়ম সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তারা জানায়, আয়ক বিধি ৩১, বিধি ৩১(A), ফর্ম ১৬ এবং ২৪(Q)-তে পরিবর্তন করা হয়েছে। এরপর আর ৭৫ বছরের বেশি নাগরিকদের ITR ফাইল করার প্রয়োজন নেই।

income tax return

কিন্তু কারা কারা করে ছাড় পাচ্ছেন?
বর্তমানে বার্ষিক ২.৫ লক্ষ পর্যন্ত আয় করলে কর দিতে হয়না। যদিও তাদের আয়কর রিটার্ন দাখিল করাও আবশ্যক। অনেকের দাবী আয়কর ছাড়ের সীমা ২.৫ লাখ টাকার থেকে বাড়িয়ে ৫ লাখ অবধি করতে।