ঠিক কত টাকা নগদ রাখা যাবে ব্যাঙ্কে? একবার জেনে নিলে আর বিপদে পড়তে হবে না

আমরা সবাই নিজেদের টাকা ব্যাংকে (Bank) রাখতেই বেশী পছন্দ করি। ব্যাংকে টাকা রাখার অনেক সুবিধা। টাকা সুরক্ষিত থাকার পাশাপশি ব্যাংকে টাকা রাখলে অনলাইনে কেনাকাটা বিভিন্ন জায়গায় বিল পরিশোধ করতে বা কাওকে প্রয়োজনে পাঠাতে বেশ সুবিধা হয়। কিন্তু অ্যাকাউন্টে ঠিক কত টাকা রাখা উচিত জানেন কি আপনি? আমাদের বিশেষজ্ঞ টিম অনেক অনুসন্ধান করে এই ব্যাপারে তথ্য তুলে ধরছে আপনাদের সামনে।
৫০/৩০/২০ নিয়ম কী? এটা বেশ জনপ্রিয় একটি পদ্ধতি, এক্ষেত্রে মোট টাকাকে তিন ভাগে ভাগ করতে হয় আপনাদের। সেখানে ৫০ শতাংশ থাকে আপনার প্রয়োজন এরপরের ৩০ শতাংশ থাকে আপনার চাহিদায় আর ২০ শতাংশ থাকে সঞ্চয়ের জন্য। এবারে প্রয়োজনীয়তা বলতে এখানে বোঝানো হয়েছে আপনার নিত্যই যে খরচ হয় সেই পরিমাণ। ‘চাহিদা’ হল সেটা টাকা যা ব্যয় করা হয় কিন্তু সেটা প্রয়োজন এর মধ্যে পড়েনা। আর সঞ্চয় হলো যেটা আপনি ভবিষ্যতের জন্য সেভ করে রাখছেন।
ব্যাংকে কত টাকা রাখা উচিত : ব্যাংক বা বিভিন্ন ক্রেডিট ইউনিয়নগুলি টাকা রাখার ওপর সীমা নির্ধারণ করতে পারে। যেমন ধরুন একক আমানত অ্যাকাউন্টের জন্য গ্রাহককে ১০ লক্ষ এবং সমস্ত অ্যাকাউন্ট মিলিয়ে ৩০ লক্ষ টাকা রাখার ওপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে ব্যাংক। তবে সীমা কতটা কী রয়েছে সেটা আগে থেকেই ব্যাংকের কর্মচারীদের থেকে জেনে নেওয়া উচিত।
আপনি সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখবেন : সেভিংস অ্যাকাউন্ট তৈরি হয়েছে যাতে গ্রাহক টাকা রাখতে পারে সেখানে। মূলত যে টাকা এক্ষুনি খরচ হয়না সেই টাকা ওই অ্যাকাউন্টে খরচ হয়। অনেকে আবার নিজের স্বল্পমেয়াদী খরচের জন্যেও এখানে টাকা রাখেন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টে গড়ে কত নগদ রাখা যায়: মূলত চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, মানি মার্কেট অ্যাকাউন্ট, বিনিয়োগ তহবিলের জন্য ‘কল ডিপোজিট’ অ্যাকাউন্ট এবং প্রিপেইড ডেবিট কার্ড অ্যাকাউন্টে সব মিলিয়ে একজন গ্রাহক সর্বোচ্চ ৪২ হাজার ডলার রাখতে পারেন।