অস্কারের জন্য মনোনীত হল ‘The Kashmir Files”, ‘গর্বের কথা” জানালেন বিবেক অগ্নিহোত্রী

সালটা ১৯৯০, কাশ্মীরের দুয়ারে দুয়ারে স্লোগান উঠছে রালিভ, গালিভ, চালিভ। ভীত, সন্ত্রস্ত কাশ্মীরি পন্ডিতরা রাতের অন্ধকারে ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। বাড়িতে বাড়িতে, রাস্তাঘাটে, মসজিদে চারিদিকে সন্ত্রাসবাদীদের নৃশংস হুঙ্কারধ্বনি ভেসে আসছে। সময়টা ছিল কাশ্মীরের অরাজকতার, পাকিস্তান থেকে আগত ইসলামিক সন্ত্রাসের আর হিন্দুদের ওপর অকাট্য নির্যাতনের।
লক্ষ লক্ষ কাশ্মীরি পন্ডিত বাধ্য হয়েছেন তাদের বাড়ি ছেড়ে আসতে। সন্ত্রাসবাদীদের সামনে পড়ে যাওয়ায় মারা গিয়েছেন হাজার মানুষ। নির্যাতিতা হয়েছেন শত শত মহিলা। নির্যাতন, অরাজকতার এক কালো দিন ছিল কাশ্মীর উপত্যকা। ভূস্বর্গ পরিবর্তিত হয়েছিল নরকে। আর সেই সময়কার বাস্তব পটচিত্রের এক জীবন্ত দলিল দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)।
ভারতের রাষ্ট্র ক্ষমতা যা করতে পারেনি সেটাই করে দেখিয়েছে বিবেক অগ্নিহোত্রির (Vivek Agnihotri) সিনেমা। সুপ্রিম কোর্ট পর্যন্ত নারাজ ইতিহাসের ওই কালো অধ্যায়ের ওপর হাত লাগাতে কিন্তু বিবেক অগ্নিহোত্রী পেরেছেন। সারাবিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন কিভাবে ঋষি কাশ্যপের রাজ্যে অত্যাচার শুরু হয়েছে। আর এবার সিনেমাটির জন্য এসেছে এক বড় সুখবর।
ভারতের অন্দরেই সিনেমাটি নিয়ে ব্যপক বিরোধিতা দেখা যায়। বাইরের দেশের বিভিন্ন টুলকিটও সক্রিয় হয় সিনেমাটি নিয়ে অপপ্রচার করার জন্য। কিন্তু তাদের প্রত্যেককে কড়া জবাব দিয়ে বক্স অফিসে সুপারহিট হয় সিনেমাটি। ভারতীয় ইতিহাসের এক অন্যতম কালো অধ্যায়ের ওপর তৈরি হওয়া দ্য কাশ্মীর ফাইলস এবার অস্কারের দৌড়ে রয়েছে।
লেটেস্ট রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ২০২৩ এর অস্কারের জন্য নমিনেশন পেয়েছে। ২০২২ সালে মুক্তি পায় ছবিটি। ২০২৩ সালের অস্কারের দৌড়ে ভারতের অন্যান্য ছবির সাথে রয়েছে কাশ্মীর ফাইলসও। পরিচালক বিবেক অগ্নিহোত্রি নিজেই সেই নিয়ে ট্যুইট করে জানিয়েছেন। এর আগেও বহুদেশে সম্প্রচারিত হয়েছে সিনেমাটি, এরপর অস্কার পেলে সেটি বিশ্বের আরো বৃহত্তর অংশের কাছে পৌঁছাবে।
BIG ANNOUNCEMENT: #TheKashmirFiles has been shortlisted for #Oscars2023 in the first list of @TheAcademy. It’s one of the 5 films from India. I wish all of them very best. A great year for Indian cinema. 🙏🙏🙏
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 10, 2023
প্রসঙ্গত, ভারত থেকে অস্কার নমিনেশনের দৌড়ে রয়েছে দ্য কাশ্মীর ফাইলস, কানতারা, আরআরআর, এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। সিনেমাটি অস্কারের সেরা অভিনেতা বিভাগেও মনোনীত হয়েছে।