সম্পর্কে জড়িয়েও এই কারণে স্বস্তিকাকে বিয়ে করেননি জিৎ, অবশেষে প্রকাশ্যে এল রহস্য

তারকাদের নায়ক নায়িকাদের প্রেম নিয়ে গুঞ্জন কোনো নতুন ঘটনা নয়। প্রেমের সম্পর্কে আবদ্ধ নায়ক নায়িকারা বিয়ে করেন মাঝেমধ্যে, তবে সেই সম্পর্ক বেশ জলদিই ভেঙেও যায়। তারকাদের মধ্যে সম্পর্কের ওঠানামা যেন একটু বেশিই। কখনো তারা ইন্ডাস্ট্রির হিট কাপল তো কখনো একে অপরের মুখ দর্শন করতেও চাননা।
আর এরকমই এক জুটি জিৎ (Jeet) এবং স্বস্তিকা মুখার্জীর (Swastika Mukherjee) জুটি। ইন্ডাস্ট্রির বাইরে অনেকেই না জানলেও, ভেতরের সবাই বেশ ওয়াকিবহাল। ঘটনার শুরু স্বস্তিকার প্রাক্তন স্বামী প্রমিত সেনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে।
মেয়েকে নিয়ে আলাদা থাকার সময় ‘মস্তান’ ছবিতে অভিনয় করেন অভিনেত্রী। সেখানেই জিতের সাথে জুটি বাঁধেন অভিনেত্রী। প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলেও ধীরে ধীরে সেই সম্পর্ক রং পাল্টে প্রেমে পরিণত হয়। তবে বেশীদিন স্থায়ী হয়নি তা, বড়ই জলদি আলাদা হয়ে যান জিৎ এবং স্বস্তিকা। কেন সেই সম্পর্ক ভাঙে তার আসল কারণ কিছুই জানা যায়নি।
তবে অনেকেই ধরে নেন যে, স্বস্তিকার প্রথম স্বামী অর্থাৎ প্রথম বিয়ের জন্যই তাদের সম্পর্ক ভেঙে যায়। কিছুজনের ধারণা, জিৎ নাকি সেসময় কোয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর তারফলে দূরে সরে যান স্বস্তিকা। এরপর জিৎ বিয়ে করেন মোহনা রতলানিকে। জিৎ বিয়ে করে নিলেও, স্বস্তিকা তারপর একাধিকবার প্রেমে পড়েছেন।