UPI-র মাধ্যমে পেমেন্ট করেন? তাহলে জেনে নিন সরকারের এই আদেশ! নাহলে পড়বেন বিপদে

বর্তমানে ইউপিআই (Unified Payments Interface) এর মাধ্যমে অর্থপ্রদান এক অতীব সহজ বস্তু হয়ে উঠেছে। ওষুধ কেনাকাটা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য কেনার প্রয়োজনে কাজে আসে UPI। আর এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে Phone Pe, Google Pay এর মতো বিভিন্ন অ্যাপ গড়ে ওঠেছে। আর এই UPI এর জন্যই সারাবিশ্বে ডিজিটাল পেমেন্ট নম্বর ১ হয়ে ওঠেছে ভারত।

UPI কে নিয়ন্ত্রণ করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এটি একটি সরকারি সংস্থা। এই NPCI সম্প্রতি কিছু আদেশ দিয়েছে UPI নিয়ে। সেখানে ব্যবহারকারিদের ব্যাংকিং জালিয়াতি থেকে বাঁচার জন্য নতুন নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কী জানাচ্ছে NPCI?

93298209.cms

১) UPI পিন শুধুমাত্র অনলাইন পেমেন্ট করার সময়ই প্রয়োজন পড়ে। অর্থাৎ আপনি কাওকে অর্থপ্রদান করলে তখনই এই পিন দেওয়ার প্রয়োজন পড়ে। কারোর থেকে টাকা নেওয়ার প্রয়োজনে UPI পিন দেওয়ার প্রযোজন পড়েনা।

২) এছাড়া অর্থপ্রদান করার আগে ব্যবহারকারীদের যাচাই করে নিতে হবে কোথাও এবং কাকে পেমেন্ট করছেন। রিসিভার অর্থাৎ যাকে টাকা দিচ্ছেন তার নাম চেক করার পরই পেমেন্ট করতে হবে। তাছাড়া কিন্ত আপনার জন্য বিপজ্জনক হতে পারে।

৩) অনলাইন পেমেন্ট করার সময় UPI পিন দেওয়ার একটি পৃষ্ঠা আসবে, শুধুমাত্র তখনই UPI পিন দিতে হবে আপনাকে। অন্য কোথাও এই পিন দেবেন না।

৪) QR কোড শুধুমাত্র অর্থপ্রদানের জন্য ব্যবহার করা উচিত। QR কোডের মাধ্যমে পেমেন্ট নেওয়া কিন্তু বিপজ্জনক হতে পারে।

৫) সর্বশেষে মাথায় রাখবেন যে, কোনো অপরিচিত ব্যক্তির পরামর্শে অনলাইন পেমেন্টের সময় স্ক্রিন শেয়ারিং এবং এসএমএস ফরওয়ার্ডিং অ্যাপগুলো ডাউনলোড করা উচিত নয়।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button