স্কুলে গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত বদল, কবে থেকে শুরু পঠনপাঠন? জানাল পশ্চিমবঙ্গ সরকার

এক সময়ে যখন তীব্র গরমে হাঁসফাঁস করছিলেন রাজ্যবাসী তখন বড় সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। স্কুলের (School) পড়ুয়ারা যাতে কষ্ট না পান তাই অনেক আগে থেকেই স্কুলে গরমের ছুটির (Summer Vacation) ঘোষণা করে দেয় সরকার।
তবে এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল সরকার। আগামী জুন মাসেই এই গরমের ছুটির ইতি টানল রাজ্য সরকার বলে খবর। আপনি হয়তো শুনলে অবাক হবেন যে সম্প্রতি এই গরমের ছুটির বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা চলছিল। আর সেই সংক্রান্ত একটি মামলার শুনানি চলার সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল স্কুল খোলার বিষয়ে ইঙ্গিত দেন।
আদালতের তরফে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করা হয় যে কবে স্কুল খুলছে রাজ্যে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে অর্ডার না আসা পর্যন্ত বন্ধই থাকবে স্কুল।
তিনি আরও জানান যে অত্যাধিক গরমের কারণে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুলগুলিতে গরমের ছুটি আনা হয়েছিল। বিচারপতি হরিশ টন্ডন ও প্রসেনজিৎ বিশ্বাস দুটি নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করলেও, অ্যাডভোকেট জেনারেল সাফ জানান যে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ই জুনের মধ্যে এই স্কুল খোলার ব্যাপারে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার।
যদিও এই নিয়ে অভিভাবকদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে তাঁরা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতির কারণে সরকার গ্রীষ্মকালীন ছুটি ২ মে থেকে দিয়ে দেয়।
পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি তাপপ্রবাহের কারণে বেসরকারি প্রতিষ্ঠানসহ সমস্ত স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। যদিও আবহাওয়ার কোনও রদবদল না ঘটার জন্য এই ছুটি আরও বাড়িয়ে দেয় সরকার।