এক মাসে ক্ষতি ৬০০০০০০০০০০০০ টাকা! বর্তমানে কত সম্পত্তির মালিক গৌতম আদানি?

বর্তমান সময়টা একেবারেই ভাল যাচ্ছে না গৌতম আদানির (Gautam Adani)। আমেরিকান শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) প্রোপাগান্ডা রিপোর্টের পর বিরাট ক্ষতি হয়েছে ভারতীয় ধনকুবেরের। ৬ লক্ষ কোটি টাকা খুইয়েছেন তিনি। বর্তমান সম্পদের পরিমাণ দু’বছরে সবর্নিম্ন!
জানুয়ারি মাসের ২৪ তারিখ হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর 9Adani Group) বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন তুলে রিপোর্ট প্রকাশ করে। সেখানে আদানিদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলা হয়। তারপর থেকেই শেয়ার বাজারে ধস নামতে শুরু করে। আর হু হু করে পড়ে যায়আদানি গোষ্ঠীর শেয়ারের দাম।
যদিও হিন্ডেনবার্গের রিপোর্টকে অস্বীকার করে লগ্নিকারীদের আশ্বাস দিয়ে FPO প্রত্যাহার করে নেন তারা। সময়ের আগে ঋণ পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও খুব লাভ হয়নি।
আদানির সম্পদের পরিমাণ ১২০ বিলিয়ন ডলার থেকে কমে ৪০ বিলিয়নের কাছাকাছি পৌঁছেছেন তিনি। ভারতীয় মুদ্রায় ৯ লক্ষ ৯৪ হাজার কোটি থেকে থেকে কমে ৩ লক্ষ ৩১ হাজার কোটি টাকাতে নেমে এসেছে তার সম্পদ।
এক মাসে প্রায় ৬ লক্ষ ৬২ হাজার কোটি টাকার লোকসান হয়েছে আদানির। ২০২১ সালের ফেব্রুয়ারিতে এরকম সম্পদ ছিল তার। একইসাথে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকাতেও বেশ প্রভাব পড়েছে। জানুয়ারি মাসে ৪র্থ স্থানে থাকলেও বর্তমানে ৩৮ নাম্বারে রয়েছেন তিনি।