ভারতের স্বার্থে ৬০ হাজার কোটি টাকা দান! বড় ঘোষণা করে সবাইকে চমকে দিলেন গৌতম আদানি

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এবং ব্যবসায়ী গৌতম আদানি (Gautam Adani) তার ৬০ তম এবং তার বাবা শান্তিলাল আদানির ১০০ তম জন্মদিন এর কারণে বৃহস্পতিবার বিশাল অংকের দানের প্রতিশ্রুতি দেন। জানা যাচ্ছে যে, এই দানের পরিমাণ প্রায় ৬০,০০০ কোটি (Crore) টাকা (Indian Rupee)! কিন্তু কোথায় দেওয়া হবে এই টাকা?
এই ব্যাপারে বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সংবামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম আদানি নিজেই জানান যে, সারা দেশের গ্রামাঞ্চলে শিক্ষা এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষনের প্রসারে এই বিপুল পরিমাণ টাকা খরচ করবে আদানি ফাউন্ডেশন। আসলে ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী হলেও তিনি বরাবরই মাটির কাছে থাকতেই ভালো বসেছেন। তিনি ফিরে গিয়েছেন গ্রামে, যোগ দিয়েছেন সেখানের উন্নয়নের কাজে।
আসলে তার তৈরি এই আদানি ফাউন্ডেশন ভারতের গ্রামাঞ্চলে বিভিন্ন কাজ সেবামূলক কাজের সাথে যুক্ত। আর আগামী ২৪ জুন ৬০ বছরে পা দেওয়ার জন্য প্রায় ৬০,০০০ কোটি টাকা খরচের লক্ষ্য রয়েছে তার। আসলে এই ২০২২ সাল এই কিংবদন্তি ভারতীয় বিজনেস টাইকুন গৌতম আদানির জীবনের সবচেয়ে সফলতম বছর। এই বছরই তিনি তার সম্পত্তি বাড়িয়েছেন ১৫ বিলিয়ন ডলার! যা শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই সর্বোচ্চ।
On our father’s 100thbirth anniversary & my 60thbirthday, Adani Family is gratified to commit Rs 60,000 cr in charity towards healthcare, edu & skill-dev across India. Contribution to help build an equitable, future-ready India. @AdaniFoundation pic.twitter.com/7elayv3Cvk
— Gautam Adani (@gautam_adani) June 23, 2022
আদনির এই সিদ্ধান্তের প্রশংসা করেন উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি। তাকে ভারতের সবচেয়ে বড় পরোপকারী (philanthropist) হিসেবে পরিচিত। তার দানের রেকর্ড ভাঙা যেকোনও কারও পক্ষে বেশ অসম্ভব। তিনি তার জীবনে এখনো অবধি ২১ বিলিয়ন ডলার দান করেছেন। এদিন তিনি গৌতম আদানির প্রশংসা করে বলেন, ‘গৌতম আদানি এবং তাঁর পরিবারের জনহিতকর কাজের প্রতি অঙ্গীকার একটি নজিরস্বরূপ। আমাদের সবার মহাত্মা গান্ধীর মতো জীবননীতি অনুসরণ করার চেষ্টা করা উচিৎ।