মাত্র তিন ঘন্টায় আয় হল ৩,৫৫,৩৭,০২,৭৫,০০০ টাকা! ধনীদের তালিকায় বড় লাফ আদানির

আমেরিকান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research) এর রিপোর্টের পর থেকে দ্রুত হারে আদানি গ্রুপের (Adani Group) শেয়ারের দাম পড়ে যায়। সংস্থাটির ক্ষতির অংক পৌঁছায় ১১৭ বিলিয়ন ডলারের বেশীতে। ভারতীয় স্টক মার্কেটে আদানি গ্রুপের শেয়ারের দাম একধাক্কায় কমে যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয় বিনিয়োহকারীদের।
আদানির সম্পদ অর্ধেকেরও নীচে নেমে যায়। কিন্তু ২৪ শে জানুয়ারি যে ঝড়টা শুরু হয়, সেটা শেষ হয় ৭ ফেব্রুয়ারি। আদানি গ্রুপ বাউন্স ব্যাক করেছেন। বিগত দুইদিনে শেয়ারের দাম দুই গুণ বেড়েছে। ৮ তারিখ সকালবেলা আদানির স্টকের দাম বাড়তে শুরু করে ঝড়ের গতিতে। একদিনেই আদানির সম্পদ ৫৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৬৩.৭ বিলিয়ন ডলারে পৌঁছায়।
আর তার সাথে সাথেই পরিবর্তন এসেছে ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকায়। সেখানে মাত্র ৩ ঘণ্টায় আদানির সম্পদবৃদ্ধি হয়েছে ৭.৩১%। দুপুর ১২:৩০ পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী কয়েক ঘণ্টায় তার সম্পদ বেড়েছে ৪.৩ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় সেই পরিমাণ হয় ৩,৫৫,৪৬,৬১,৬৫,০০০ টাকা! সাথে সাথেই পরবর্তন আসে রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকায়।
আদানির সংস্থাগুলোর দাম বাড়ার সাথে সাথেই দ্রুত গতিতে সম্পদ বেড়েছে আদানির। যেখানে আদানি শীর্ষ ২০ ধনী ব্যক্তির তালিকা থেকে ছিটকে গেছিলেন সেখানে বর্তমানে তিনি ১৭ নম্বর স্থানে পৌঁছেছেন। তার সামনে ১৬ নম্বর স্থানে রয়েছেন ফেসবুকের মার্ক জুকারবার্গ। বিশেষজ্ঞদের মতে খুব জলদিই আবার নিজের জায়গায় ফিরে যাবেন গৌতম আদানি।
এদিকে গৌতম আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারেও ব্যাপক উত্থান ঘটেছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার কয়েকঘণ্টায় ১৩% বৃদ্ধির সাথে সাথে শেয়ার প্রতি দাম পৌঁছেছে ২০৩৬ টাকায়। অন্যদিকে আদানি ট্রান্সমিশন লিমিটেডের স্টক ৫% বেড়ে পৌঁছেছে ১৩১৪ টাকায়। আদানি পোর্টের স্টকের দামও বেড়েছে ৭.৬%।