১০ টাকায় আজীবনের বৈধতা সহ ফুল টকটাইম! এই কোম্পানির প্ল্যানের সামনে কুপোকাত Jio, Airtel

বর্তমানে ভারতে (India) সবথেকে অ্যাডভান্স প্ল্যান নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও (Jio) আর এয়ারটেল (Bharti Airtel)। কিন্তু সমস্যা হলো তাদের প্ল্যানের দাম বেশি। তাহলে যাদের সাম্যর্থ আরো কম তারা কী করবেন? তাই সমাজের সেই সমস্ত শ্রেণীর কথা মাথায় রেখেই ইউনিনর (Telenor India) নিয়ে এসেছে দারুণ প্ল্যান।
আপনিও যদি এমন একটি প্ল্যান কিনতে চান, যা আপনাকে ব্যাপক উপকৃত করবে তাহলে এটাই হবে আপনার জন্য উপযুক্ত সময়। আজ আমরা আপনাকে ইউনিনরের এমন কিছু প্ল্যানের কথা বলতে চলেছি যা আপনাকে লাইফটাইম ভ্যালিডিটি দেবে।
মাত্র কয়েকদিন আগেই ইউনিনর অন্ধ্রপ্রদেশের ব্যবহারকারীদের এই সুবিধা দেওয়া শুরু করেছে। যাতে মাত্র ১০ টাকার রিচার্জ করলেই পেয়ে যাবেন ১০ টাকার লাইফটাইম টকটাইম। ২০ টাকার রিচার্জে মিলবে ২০ টাকার লাইফটাইম ভ্যালিডিটি। এছাড়া ৩০ টাকা ৫০ টাকার রিচার্জেও আনলিমিটেড সময়ের জন্য টকটাইমের অফার রয়েছে। তাই বৈধতা নিয়ে আপনাদের আর ভাবতে হবেনা।
অন্ধ্রপ্রদেশে নিজেদের ইউজার বাড়ানোর লক্ষ্যেই কোম্পানি এই প্ল্যানটি শুরু করেছে। এইমুহুর্তে সেখানে তারা বেস্ট সেলিং প্ল্যানের তালিকায় যোগ দিয়েছে। আসলে দেশের অনেকের পক্ষেই বেশি টাকা রিচার্জ করা সম্ভব হয়না, তাই আপনিও যদি এমন একটি প্ল্যান চান যা একবার রিচার্জ করার পর আর ভাবতে হবেনা, তাহলে ইউনিনির এর এই প্ল্যানটি আপনার জন্য আদর্শ।
বর্তমানে ইউনিনর অন্ধ্রপ্রদেশের মোট ২৩টি জেলার ৫০০ শহর এবং ২ হাজারেরও বেশি গ্রামে তার নেটওয়ার্ক স্থাপন করেছে। প্রসঙ্গত সম্প্রতি ইউনিনরের মত MTNL ও ২২৫ টাকাতে আজীবন বৈধতার একটি প্ল্যান অফার করেছে।