মাত্র ১৩০০ টাকা খরচে স্বর্গের কাছাকাছি! দিঘা-পুরী ছেড়ে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের জন্নত থেকে

যত গরম বাড়ছে ততই দিঘা-পুরীতে ভিড় কমছে। অন্যদিকে ভিড় বাড়ছে পাহাড়ে। দার্জিলিংয়ে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। আসন্ন সময়ে আরো অনেক বেশী পর্যটক ভিড় জমাবেন সেখানে। এমতাবস্থায় দার্জিলিং এর এমন জায়গার বিষয়ে জানাবো যা নিয়ে খুব কম মানুষই অবগত। এবারের ছুটিতে ঘুরে আসুন এই স্থান।

bk14 1574333116

দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে পাহাড় উপভোগ করার আদর্শস্থান এটি। সামনেই রয়েছে চা বাগান, পিছনে পাহাড়। আর এই দুইয়ের মাঝে রয়েছে এই তাকদা গ্রাম। দার্জিলিং থেকে মাত্র ২৮ কিমি দূরেই রয়েছে এই স্থান। সেখানে আপনি দেখতে পাবেন শতবর্ষ প্রাচীন ঝুলন্ত ব্রিজ।

kanchanjangha

উল্লেখ্য, দুরপিনদারা ভিউ পয়েন্ট থেকে দারুণ দর্শন মিলবে পাহাড়ের। তাছাড়া এখানে ব্রিটিশ আমলের ছাপও বেশ স্পষ্ট দেখতে পাবেন। এখানের তাকদা অর্কিড সেন্টারটি তাকদা গ্রাম থেকে মাত্র ২ কিমি দূরেই অবস্থিত। দেখতে পাবেন রংবাহারি দুর্লভ অর্কিডের সমাহার।

828x466 darjeeling

এই গ্রামে ঘুরতে এলে আপনি কাছাকাছি ধোত্রে, তিনচুলে ইত্যাদি জায়গাও ঘুরে আসতে পারবেন। সেখানে পাহাড়ের অত্যাষ্চর্য পাহাড়ের ভিউ পাবেন। থাকার জন্য আপনি সামনেই লামাহাট্টায় থাকতে পারেন। পাহাড়ে ঘেরা সেরা জায়গা এই তাকদাহ। তাই পরের বার দার্জিলিং ঘুরতে গেলে এই স্থান দেখে আসতেই পারেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button