ভুলে যান দিঘা-পুরী-দার্জিলিং! মাত্র ৫ হাজার টাকায় ঘুরে আসুন ভারতের এই পাঁচটি জায়গা থেকে

ঘুরতে যেতে কার না ভালো লাগে। কিন্তু সেজন্য বেশ মোটা অংকের টাকা খরচ করতে হয়। তবে সস্তায়ও ঘুরে আসতে পারেন আপনারা। আর এই গরমে পাহাড় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। পকেটে ৫০০০ টাকা থাকলেই এই বিশেষ জায়গা গুলো বেশ আরামসে দেখতে পাবেন আপনি। ভারতের (India) এই সেরা স্থানগুলো ঘোরার জন্য আর পকেট খালি হবেনা আপনার। চলুন দেখা যাক কোথায় কোথায় ঘুরতে পারেন।

manali high mountain road

১) হৃষিকেশ (Rishikesh) : jpg (2)প্রথমেই আসি হৃষিকেশ যাওয়ার খরচে। মাত্র ৭০০ টাকাতে কলকাতা থেকে দিল্লি যেতে পারেন আপনি (এজন্য কিন্তু বেশ আগেই টিকিট কাটতে হবে আপনাকে)। এবার সেখান থেকে ৫০০ টাকায় বাসে করে হৃষিকেশ যেতে পারেন। সেখানে অনেক আশ্রম এবং ধর্মশালা রয়েছে, যেখানে আপনি একদমই সস্তায় থাকতে পারবেন। এছাড়া কমদামী হোটেলও রয়েছে বেশ কিছু। মাত্র ৫০০০ টাকাতেই পুরো হৃষিকেশ ঘুরে আসতে পারেন আপনি।

cover for hill stations near mussoorie 23rd jan

২) মুসৌরি (Mussoorie) : manali high mountain roadহৃষিকেশের মতো একইরকম ভাবে মুসৌরি পৌঁছে যাবেন আপনি। ৫০০০ টাকার বাজেটে আরামসে ঘুরে আসা যায় এই স্থান। তবে কিছুটা খরচ সমঝেই চলতে হবে। পাহাড়ের সিনিক বিউটি উপভোগ করার আদর্শ স্থান মুসৌরি।

img 6023 202247061341 kempty falls

৩) মানালি (Manali) : manali cityঅনেকই বিশ্বাস করবেন না, কিন্তু মানালি ট্রিপেও ৫০০০ এর বেশি খরচ হবেনা আপনার। এজন্য হাওড়া থেকে ট্রেনে চন্ডিগড় এবং সেখান থেকে বাসে করে মানালি। মোট ১৫০০ টাকায় পৌঁছে যাবেন আপনি। সেখানের পাহাড়ের কোলে আরামে কয়েকটা দিন কাটিয়ে আসতে পারেন।

paragliding in solang

৪) বারাণসী (Varanasi) : 1546272756 vnasiপবিত্র কাশি শহরকে ইতিহাসের থেকেও প্রাচীণ বলা হয়। সেখানে রয়েছে অবাক করা ইতিহাস এবং আশ্চর্য্যকর স্থাপত্য। মনিকর্নিকা ঘাটের হেলানো মন্দির আজও বিস্ময় সৃষ্টি করে। ৫০০০ টাকার বাজেট পাঁচদিনের ট্যুর করে আসতে পারেন বারাণসীতে।

india varanasi best places to visit ganges river

৫) গোয়া (Goa) : goa image1 1 1 1280x720বলিউড সিনেমার দৌলতে গোয়া ট্যুর করতে কে না চায়! ছুটি কাটানোর বেশ আদর্শ স্থান সেটি। গোয়ার সমস্ত আনন্দ উপভোগ করতে পারবেন ৫০০০ টাকার মধ্যেই। তিন দিন গোয়াতে থেকে আসতে পারেন এই বাজেটে।

goa beach people walking shutterstock 197699420

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button