মাত্র ২২০০ টাকায় ঘুরে আসুন কলকাতার কাছের এই মনোরম জায়গা থেকে! ভুলে যাবেন দিঘা-ডুয়ার্স

ঘুরতে যেতে কার না ভালোলাগে, কিন্তু যাবো বললেই কী আর যাওযা যায়? বিশেষ করে বর্তমান সময়ে যখন মানুষের সময়ের অভাব তখন লম্বা ঘুরতে যাওয়া যেন এক অলীক কল্পনা। কিন্তু আজ এমন জায়গার কথা বলবো যা, সপ্তাহান্তে ভ্রমণের জন্য একেবারে আদর্শ। খুবই অল্প খরচে ঘুরে আসতে পারেন আপনি। সামনেই লাল মাটির দেশ বাঁকুড়ার (Bankura) এই স্থানের বিষয়ে জানাবো আপনাদের।
পকেটে মাত্র ২০০০ টাকা রয়েছে? তাহলে বেরিয়ে পড়ুন। তবে আগে জেনে নেওয়া যাক সেই স্থানের ব্যাপারে। আসলে এটি একটি রিসর্ট। আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন, বনলতা রিসর্টের (Banalata Resort) ব্যাপারে। কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত এই জায়গা যেন একেবারেই অনন্য।
জয়পুর জঙ্গলের (Joypur Forest) মাঝে রয়েছে এই বনলতা রিসর্ট। সেখানে কৃত্রিমভাবে সাজিয়ে তোলা হয়েছে এক বিরাট বড় সাজানো গোছানো জায়গাকে। পুরো পরিবার নিয়ে সময় কাটানোর একদম আদর্শ জায়গা এই বনলতা। সবুজ বনানীর মাঝে এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হবেন আপনি।
সবচেয়ে বড় কথা, এখানে খাবারের মন যেরকম দারুণ, তেমনই এখানে পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটির মাংস। এই ধরুন ইমু, কোয়েল, টার্কি, হাঁস, মুরগি সবই পাবেন নিজের পাতে। খাবার যা খাবেন সেটারও চাষ করা হয় রিসর্টে। ফলে একদম টাটকা খাবার মেলে সেখানে। স্পেশাল খাবারে রয়েছে বনমুরগির কষা মাংস সেটা একবার চেখে দেখতে পারেন আপনি।
থাকতে চাইলেও অসুবিধা হবেনা। মাত্র ২২০০ টাকা থেকে দাম শুরু। এছাড়া রয়েছে কটেজ, যার ভাড়া রয়েছে ৬,২৭০ থেকে ১১,৮০০ টাকা পর্যন্ত। খাওয়ার দাম অবশ্য আলাদা। সাথে এখানে গেলে একবার জঙ্গল সাফারিও করে আসতে পারেন।