রেডি রাখুন ছাতা, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ধেয়ে আসছে বৃষ্টি, বজ্রপাত! ক্ষিপ্ত মুডে আবহাওয়া

চলতি বছরে শীত (Winter) বড় জলদি পাততাড়ি গুটিয়ে চলে যায়। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করে। ফলে মার্চ মাসেই যে তীব্র দহনজ্বলা শুরু হতে পারে সেকথাও ভেবে নিয়েছিলেন অনেকে। কিন্ত প্রচন্ড গরম পড়ার আগে প্রকৃতি বাঁচিয়ে দেয়, গরম পড়ার আগেই শুরু হয়ে যায় বৃষ্টি। তাই গরম আসব আসব করেও পুরোপুরি আসেনি।
বাঁকুড়া, পুরুলিয়ার মতো রাঢ় বাংলাতেও রাত্রিবেলা পাখা ধীরে চালাতে হচ্ছে। সাথে গায়ে ঢাকা না নিলে শীত এখনো কাটছেনা। রোদের তাপও সহ্যের সীমা অতিক্রম করেনি এখনো। তারই মধ্যে হাওয়া অফিস জানিয়ে দিল, তাপমাত্রা শীঘ্রই চড়তে শুরু করবে।
বৃষ্টি কমতেই ধীরে ধীরে গরম বাড়ছে সারাবাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলাতেই বৃষ্টি হতে পারে বুধবার। এমনকি বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
এছাড়া দুই ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। বাকি জেলাগুলোতেও আকাশ কালো করে মেঘ আসবে, চলবে হালকা বৃষ্টি। এসবের কারণে তাপমাত্রায় খুব একটা হেরফের না হলেও বৃহস্পতি এবং শুক্রবার থেকে দু’এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে।
বুধবার দিন হাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রায় পরিবর্তন আসবে না, কিন্তু আগামী ৩ দিনে ধীরে ধীরে ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, উভয় জায়গাতেই তাপমাত্রার পারদ বাড়বে। উল্লেখ্য, উত্তরবঙ্গেও এখন কয়েকদিন বৃষ্টি চলবে।