দেয়নি ভিক্ষা, আবার ভারতের জন্য খুলল খাজানা! পাকিস্তানকে ডবল ঝটকা এই মুসলিম দেশের

ঋণ খেলাপির একদম দুয়ারে রয়েছে পাকিস্তান (Pakistan)। দেউলিয়া শুধু ঘোষণা করাই বাকি। এরই মধ্যে পাকিস্তানে আবার ঋণের ওপর সুদের হার বাড়িয়ে ২১% করেছে। কয়েকদিন আগে প্রতিবারের মতো এবারেও বিভিন্ন মুসলিম দেশের কাছে ভিক্ষার পাত্র নিয়ে উপস্থিত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কিন্তু এবার যে, ভিক্ষার ফাঁকা বাটি নিয়েই ফিরে এসেছে পাকিস্তান তাই না, সাথে এক বড় ধাক্কাও দিয়েছে।

আসলে হয়েছে কি, পাকিস্তান যেখানে ভিক্ষার ফাঁকা বাটি নিয়ে ফিরে এসেছে, সেখানে কাশ্মীরে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সংযুক্ত আমিরাত সরকার। সেই কাশ্মীর, যা নিয়ে সারাবিশ্বে কান্নাকাটি করতে থাকে পাকিস্তান। এবার আমিরাতের বিখ্যাত এমার গ্রুপ কাশ্মীরে ৫০০ কোটি টাকার বিরাট বড় বিনিয়োগ করতে চলেছে। যার মধ্যে রয়েছে শ্রীনগরে অবস্থিত ২৫০ কোটি টাকার বিশাল মল এবং IT Tower।

স্বভাবতই এতে বেশ হতচকিত পাকিস্তান সরকার। যে কাশ্মীর তাদের বিদেশনীতির মেরুদন্ড, সেই পাকিস্তান তাদের হাত থেকে যেতে বসেছে। যেখানে পাক অধিকৃত কাশ্মীরে ২০০ থেকে ২৫০ টাকা কেজি আটা বিক্রি হচ্ছে সেখানে জম্মু কাশ্মীরে কেজি প্রতি ৩০ টাকার আশেপাশে মিলছে আটা। এরইমধ্যে খবর আসে যে, কাশ্মীরের উন্নয়নের সঙ্গী হতে চায় আমিরাত সরকার। সেখানে ১০ লাখ বর্গফুট আয়তনের বিশাল মল তৈরি করতে চলেছে তারা।

উল্লেখ্য, জম্মু এবং কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ ধরা তোলার পর থেকে এটাই সবচেয়ে বড় বিনিয়োগ। দুবাইয়ের এমার গ্রুপ এবং দিল্লির একটি সংস্থা মিলে গড়বে এই মল। সেখানে ৫০০টিরও বেশি দোকান থাকবে। ২০২২ সালের জানুয়ারিতে এই নিয়ে চুক্তি স্বাক্ষর হয় দুই দেশের মধ্যে। মোট ১ বিলিয়ন ডলার বিনিয়োগের মধ্যে থাকবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মেডিকেল কলেজ, হাসপাতাল, লজিস্টিক সেন্টার এবং IT Tower। এই পদক্ষেপে বিরাট চটে রয়েছে পাকিস্তান।

একদিকে যেখানে কাশ্মীরে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আমিরাত সরকার। অন্যদিকে পাকিস্তানকে সাহায্য করাও বন্ধ করে দিয়েছে তারা। ঋণের জন্য অনেক অনুরোধ করলেও মেলেনি কোনো আর্থিক সাহায্য। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, উভয় মুসলিম দেশই পাকিস্তানকে আবার ঋণ দেওয়া থেকে বিরত রয়েছে। সারাবিশ্বই পাকিস্তানের তৈরি করা কাশ্মীর সমস্যা থেকে বেরিয়ে এসে উপহারের ডালি সাজিয়ে দিচ্ছে। আর অন্যদিকে পাকিস্তানে চলছে দুর্ভিক্ষ।

pakistan famine

পাকিস্তানের অবস্থা এখন হয়েছে অত্যন্তই খারাপ। কারণ চাইলেও তারা আরব আমিরাতের বিরুদ্ধে কথা বলতে পারছেনা। অনেক আলোচনা করার পরও পাকিস্তানকে আর কোনো আর্থিক সাহায্য করতে রাজি হয়নি UAE। ফলে বলা যায় যে, মুসলিম দেশগুলো ভালই ঝটকা দিয়েছে পাকিস্তানকে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button