বড় সাফল্য! ভারতে স্যাটেলাইটের ইন্টারনেট পরিষেবা শুরু ISRO-র, মাথায় হাত ইলন মাস্কের

ধীরে ধীরে ভারতে (India) শুরু হতে চলেছে 5G ইন্টারনেট পরিষেবা। কয়েকটা জেনারেশন লেগেছে ভারতে ইন্টারনেট-র চল শুরু হতে। এবার ভারতেই শুরু হয়েছে স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদানের ব্যবস্থা। আর এই ক্ষেত্রে ভারতকে পথ দেখাবে দেশের গর্ব ইসরো (Indian Space Research Organisation)।
ISRO এবার দেশে চালু করতে চলেছে তাদের প্রথম হাই-থ্রুপুট স্যাটেলাইট (HTS) ব্রডব্যান্ড পরিষেবা। বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু হলে দেশের প্রথম স্যাটেলাইট মারফৎ ইন্টারনেট ব্যবস্থা শুরু হবে। আর এই আপডেট এমন সময়ে এসেছে যখন কিনা ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক ভারতে তাদের অপারেশন বন্ধ করতে বাধ্য হয়েছে।
স্টারলিংক ভারতে তাদের ব্যাবসা শুরু করেছিল ঠিকই, কিন্তু তারপরই সরকারের নির্দেশে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়। আসলে ইলন মাস্কের কোম্পানি লাইসেন্স না নিয়েই ব্যবসা শুরু করায় সরকার তা নিষিদ্ধ করে। এবার দেশীয় কোম্পানি ISRO সারা দেশে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে চলেছে।
ISRO এর উদ্যোগ ও সরকারি নেটওয়ার্ক এর চেয়ারম্যান ডাঃ এস সোমনাথ বলেছেন যে, আমরা বেসরকারী সেক্টরের সাথে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার উপায়গুলি অন্বেষণ করছি যাতে ভারতের মানুষের জীবন ব্যাবস্থার আরো উন্নতি করা যায়। তিনি আরো জানান যে, ISRO এর এই নতুন HTS পদ্ধতিতে ব্যবহৃত স্যাটেলাইট ইন্টারনেট দেশে আরো ভালো ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম হবে।
ISRO এর এই পদক্ষেপের ফলে দেশে ডিজিট্যাল ব্যবস্থার চল আরো বাড়তে চলেছে। ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি ব্যবসায়িক এবং সরকারী প্রতিষ্ঠানে স্যাটেলাইট মারফৎ ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করছে তারা। আর সেইজন্য ৭৫ টি স্যাটেলাইট এর সাহায্য নিয়েছে সংস্থাটি। এখন লক্ষ্য এই হাই স্পিড ইন্টারনেট দেশের সমস্ত প্রান্তে পৌঁছে দেওয়ার।
ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য ISRO এর GSAT-11 এবং GSAT-29 উপগ্রহ খুবই সাহায্য করেছে। এর মাধ্যমে জঙ্গল হোক বা প্রত্যন্ত অঞ্চল, সমস্ত জায়গাতেই ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে খুব সহজে। প্রসঙ্গত জিও সহ এয়ারটেল এবং ভোডাফোনও ভারতে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।