ব্যাবহার করে সবাই, কিন্তু জানেন কী স্মার্টফোনকে বাংলায় কী বলে? ৯৯% বাঙালিই উত্তর দিতে হন ব্যর্থ

প্রযুক্তির আজকাল বেশ চল বেড়েছে। আর এই প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি যদি কোনোবস্তু জনপ্রিয় হয়েছে সেটা হলো স্মার্টফোন (Smartphone)। অ্যাপলের সিইও স্টিভ জোবস সেই যে মডার্ন ফোনের সাথে পরিচয় করালেন আমাদের তারপর থেকে আর ফোন ছাড়া মানুষের বেঁচে থাকাটাই নিরর্থক হয়ে দাঁড়িয়েছে।

আজকাল বাড়ি থেকে বেরোনোর সময় মোবাইলের ব্যাটারি ১০০% না করলে আমাদের মনঃপুত হয়না। মোবাইল এখন আর শুধুই একটি ডিভাইস হিসেবে নেই, সাথে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ছাড়া এখন আর আমাদের দিন চলেনা।

প্রথম স্মার্টফোন এর প্রচলন শুরু করে স্টিভ জোবসের অ্যাপল কোম্পানি। সেই থেকে আজ অবধি অনেক নয়া বৈশিষ্ট্য যোগ হয়েছে ফোনের মধ্যে। আর সেই কারণে আমাদের দৈনন্দিন জীবন আরো সহজ হয়ে উঠেছে এই পুঁচকে যন্ত্রটার জন্য। কিন্তু মোবাইলের উৎপত্তি ঠিক কখন হয়েছিল? আর এই যন্ত্রটার বাংলা অর্থ কী, সেটা অনেকেই জানেননা।

মোবাইলের পত্তন হয় সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে মোটোরোলা কোম্পানির গবেষক মার্টিন কুপার প্রথম তারবিহীন ফোনের নকশা করেছিলেন। তবে সেসময় টাচ স্কিন ছিলনা, বোতাম টিপেই কাজ চালাতে হতো। প্রথম টাচ স্ক্রিন আসে অ্যাপল কোম্পানির iPhone এ। এরপর ধীরে ধীরে আরো গবেষণার কারনে আজকের পর্যায়ে এসে পৌঁছেছে স্মার্টফোন এর কারুকার্য।

iphone mobile smartphone

এইতো গেল মোবাইলের ইতিহাস। কিন্তু মোবাইল ফোনের বাংলা প্রতিশব্দ ঠিক কী জানেন কী? সেটাই জানাচ্ছি আপনাদের। মোবাইলকে বাংলায় বলা হয় চলভাষ।

এছাড়াও হামেশাই আমরা যেসমস্ত ইংরেজি শব্দ ব্যবহার করি তার বাংলা প্রতিশব্দও জেনে নিন

প্রশ্ন-১ বাইসাইকেল (Bicycle)-এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর হলো, দ্বিচক্রযান।

প্রশ্ন-২ টেলিভিশন (Television)-এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর: দূরদর্শন।

প্রশ্ন-৩ রেডিও (Radio)-এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: বেতার।

প্রশ্ন-৪ Text Message/SMSএর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: বার্তা/লিখিত বার্তা।

প্রশ্ন-৫. টেলিফোন (Telephone)-এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর: দূরাভাষ।

প্রশ্ন-৬ ইন্টারনেট (Internet)-এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: অন্তর্জাল।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button