সিগারেটকে বাংলায় কী বলে জানেন? এর উত্তর দিতে পারেনা ৯৯ শতাংশ বাঙালি! আপনিও চেষ্টা করুন

বর্তমান যুগ বিশ্বায়নের যুগ। এখন বদলাচ্ছে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস সহ জীবনধারনের সমস্ত পদ্ধতি। আর শব্দকোষই এর চেয়ে আলাদা হয় কেন। সারা বিশ্বে ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তারের কারণে এমন বহু শব্দ ইংরেজি শব্দকোষে যোগ হয়েছে যা অন্যান্য ভাষা থেকে নেওয়া। এক্ষেত্রে অবশ্য ইংরেজি ভাষাকে লুঠিয়াল ভাষা বলাও খুব একটা ভুল হবেনা। জানলে অবাক হবেন কিন্তু ‘লুট’ কথাটাও ভারতীয় ভাষা থেকে যোগ করে ইংরেজিতে যোগ করা হয়েছে।
ব্রিটিশ শাসনে থাকার কারণে ঠিক একই ব্যাপার ঘটেছে বিভিন্ন ভারতীয় ভাষার ক্ষেত্রেও। আমরা এখন বহু শব্দকেই ইংরেজিতে বলতে অভ্যস্ত। কিন্তু ইতিহাস ঘাঁটলে সেই সমস্ত শব্দগুলির বাংলা অনুবাদ আজও আমাদের সামনে উঠে আসে। কিন্তু ব্যবহারের অভাবে সেগুলি আজ আমাদের থেকে হারিয়ে গিয়েছে।
বর্তমান দিনে হঠাতই যদি আমাদের কেও তেমন কিছু শব্দের বাংলা তর্জমা করতে বলে তাহলে সেটা আমাদের জন্য বেশ অপ্রস্তুতির কারণ হয়ে দাঁড়ায়। শুধু তাই না, বাংলার বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউ চলাকালীন সেগুলো উঠে এলে যেকোনো পরীক্ষার্থী রীতিমত ভ্যাবাচ্যাকা খেয়ে যেতে পারে।
ভাবছেন বাঙালি কে বাংলা ভাষা বলে কীভাবে আটকে দেবেন তাই তো? তাহলে একটা উদাহরণ দিই, বলুন তো সিগারেট শব্দের বাংলা কী? আপনি হয়তো প্রত্যহই ও জিনিসের দিকে হাত বাড়ান কিন্তু এত প্রচলিত একটি বস্তর বাংলা তর্জমা জানেন না। কিন্তু ঘাবড়াবেন না, আমরা আজ সেটাই জানাবো আপনাদের। তাছাড়া আরো কিছু বিস্ময়কর তথ্যও উপস্থাপিত করবো।
সিগারেটের বাংলা তর্জমা করলে কী দাঁড়ায়?
সিগারেটকে বাংলায় বলা হয় “ধূমপান দণ্ড”।
এছাড়াও আরো কিছু এমনই বিস্ময়কর প্রশ্নের উত্তর জানিয়ে দিচ্ছি আপনাদের।
প্রশ্ন- একজন মানুষ দিনে আট দিন না ঘুমিয়ে কীভাবে বাঁচবে?
উত্তর- কারণ, সে দিনে নয় রাতে ঘুমায়।
প্রশ্ন- কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে?
উত্তর- নরওয়ে।
প্রশ্ন- আইনজীবীরা কেন শুধু কালো কোট পরেন?
উত্তর- কালো কোটে শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসী দেখায়।
প্রশ্ন- বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর?
উত্তর- সুইজারল্যান্ড।
প্রশ্ন- মানুষের চোখের ওজন কত গ্রাম?
উত্তর- মানুষের চোখের ওজন মাত্র ৮ গ্রাম।