সৌন্দর্যের নিরিখে দিদিকে দশ গোল দেবেন, নুসরতের বোনের জীবনযাত্রা আপনাকে অবাক করবে

টলিউডের এক বহুল চর্চিত অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। অভিনয় করলেও তাকে নিয়ে চর্চার কারণ তার ব্যক্তিগত জীবন। যদিও সিনে দুনিয়া ছাড়াও আরও একটি পরিচয় রয়েছে তার। রাজ্যের বর্তমান শাসক দলের প্রতিনিধি তথা বসিরহাটের তৃণমূল সাংসদ তিনি।
আমরা আজকে নুসরতকে নিয়ে নয়, জানবো তার বোন নুজহত জাহানকে নিয়ে (Nuzhat Jahan)। অনেকেই জানেন না যে, নুসরতের একটি বোনও আছে। যদিও মিডিয়া লাইমলাইট থেকে দূরে থাকার কারণে অনেকে তাকে চেনেন না, কিন্তু সৌন্দর্যের নিরিখে দিদিকে টেক্কা দিতে পারেন তিনি।
যদিও দিদির পদক্ষেপ অনুসরণ করে অভিনয় জগতে আসেননি নুজহত। আজকের নেপোটিজমের যুগে তারকাছে ইন্ডাস্ট্রিতে আসার বড়ো সুযোগ থাকলেও অভিনেত্রী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই নুজহতের। কয়েকদিন আগে নুসরতের সাথে তার ছবি দেখে অনেকে জানতে পারেন নুজহতের ব্যাপারে।
দিদি টলিউড স্টার হলেও তিনি প্রচারবিমুখ। টলিউডে আসার চেষ্টাও করছেন না। কানাডায় নিজের উচ্চশিক্ষা শেষ করে টরেন্টোয় একজন ফ্যাশন ডিজাইনারের কাজ করছেন। সম্প্রতি এক নামি কোম্পানিতে ইউআই এবং ইউএক্স ডিজাইনার হিসেবে জয়েন করেছেন নুসহত। নিজের দক্ষতায় তৈরি করছেন কেরিয়ার।