রাসমণি দিতিপ্রিয়ার জীবনে নেমে এল গহীন অন্ধকার! কেউ না থাকলেও পাশে দাঁড়ালেন সন্দীপ্তা

দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) অভিনয় জগতে পা রাখেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni) এর মাধ্যমে। যদিও অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে পদার্পন করেন বেশ ছোট বয়সে। ক্ষুদেশিল্পী হিসেবে কাজ করতে শুরু করেন তিনি। সেসময় থেকেই ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen) সাথে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে তার। আর এখন তার চরম সর্বনাশের দিনে তাকে সাহায্য করতেও সেই সন্দীপ্তাই এগিয়ে এলেন।
বাংলাতে সিরিজ তৈরি করা বিখ্যাত অ্যাপ হইচই এর আসন্ন সিরিজ বোধনে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা এবং দিতিপ্রিয়া। বস্তুত তারাই এই সিরিজের মুখ্য চরিত্র। সন্দীপ্তা সেখানে এক শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন আর দিতিপ্রিয়া অভিনয় করেছেন এক কলেজ ছাত্রীর ভূমিকায়। অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইতে দিতিপ্রিয়ার পাশে থাকছেন সন্দীপ্তা।
কলেজ ছাত্রী দিতিপ্রিয়ার জীবনে অন্ধকার নেমে আসে যখন তিনি ধর্ষিতা হন। সেসময় তার পাশে দাঁড়াবার মতো কেউই থাকেনা। কিন্তু পাশে পান তার কলেজ শিক্ষিকাকে। সেখানে তাদের শুধুই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হহয় তাই না, সাথে সমাজ এবং কলেজের তরফে যে বারবার বাধা আসে সেই বাধাকেও অতিক্রম করতে হয়।
ভাগ্য ক্রমে দুজনে পাশে পেয়ে যান চান্দ্রেয়ী ঘোষকে। আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হতে চলছেন তিনি। আর সদ্যই মুক্তি পেয়েছে ‘বোধন’ সিরিজের ট্রেলার। সন্দীপ্তা জানিয়েছেন যে, সিরিজের বিষয়বস্তু তার খুবই পছন্দ হয়েছে। গল্পে তার চরিত্রটির নাম রাকা। আর দিতিপ্রিয়ার চরিত্রের নাম শিঞ্জিনী। এই দুজনকে নিয়েই এগোবে গল্প।
প্রসঙ্গত দিতিপ্রিয়া জানান যে, তিনি এই সিরিজের অংশ হতে পেরে খুব খুশি হয়েছেন। দিতিপ্রিয়া জানান যে, বোধন শুধুই একটা গল্প নয়। সমাজের এক নির্মম সত্যিকে তুলে ধরবে এই সিরিজ। আর দিতিপ্রিয়াকে নিয়ে কথা বলতে গিয়ে সন্দীপ্তা জানান যে, আমি আমার কেরিয়ারের প্রথম ধারাবাহিকে দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করেছিলাম। সেইসময়ে ও খুব ছোট ছিল। দিতিপ্রিয়া এখন বড় আর একজন খুব ভালো আর পরিণত অভিনেত্রী। এতদিন পরে ওর সঙ্গে আবার কাজ করব ভেবেই ভালো লাগছে। এত ভালো একটা কাজের অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে”।