১৮ বছর বয়সেই কাড়ছেন সবার ঘুম, সৌন্দর্যে বলিউড অভিনেত্রীদের দশ গোল দেবেন ডিম্পলের নাতনি

ডিম্পল কাপাডিয়াকে (Dimple Kapadia) মনে পড়ে? একটা সময় বলিউডে দাপট চালিয়েছেন তিনি। তার বড় মেয়ে টুইঙ্কলও (Twinkle Khanna) ইন্ডাস্ট্রিতে ভালই আসর জমিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে অক্ষয় কুমারকে (Akshay Kumar) বিয়ে করে অভিনয় কেরিয়ার ছেড়ে দেন। তবে আজ আমরা ডিম্পল অথবা অক্ষয় বা টুইঙ্কলের কথা বলছিনা।

আসলে ডিম্পল কাপাডিয়ার দুই মেয়ে। বড় মেয়েকে লোকে চিনলেও ছোট মেয়ে রিঙ্কি খান্না (Rinke Khanna) সেরকম বিখ্যাত নন। তিনি গ্ল্যামার জগৎকে একদম না করে দিয়ে সবার অন্তরালে চলে গিয়েছেন।

এদিকে সোশ্যাল মিডিয়াতে রিঙ্কি খান্নার মেয়ে নওমিকার ছবি দারুণ ভাইরাল হচ্ছে। মাত্র ১৮ বছর বয়সী নওমিকা নিজের লুক দিয়ে মোহিত করেছেন সবাইকে। তার ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হচ্ছে সারাদেশে। অষ্টাদশী মেয়ের গ্ল্যামার দেখে অনেকেই তাকে বিনোদন দুনিয়ায় পা রাখার পরামর্শ দিয়েছে।

1574379 3055038038984932677852744271740822308975422n

১৮ বছরের নওমিকাকে দেখে অনেকেই তাকে টুইঙ্কল খান্নার ছোট সংস্করণ বলতে শুরু করেছিলেন। নওমিকার চেহারা এবং সৌন্দর্য দেখেই অনেকে তার প্রশংসা করছেন। নওমিকাকে মাঝেমধ্যেই দেখা যায় অক্ষয় এবং টুইঙ্কলের ছেলে আরভের সাথে।

1574377 3281202674074412949202582616573844108595556n

নওমিকার গ্ল্যামারাস লুক অনেকেই পছন্দ করছেন। বেসিক মেকআপের সাথেও তাকে দারুণ দেখতে লাগে। আর সেজন্যই সিনে ইন্ডাস্ট্রিতে পা না দিলেও বেশ বিখ্যাত হয়ে ওঠেছেন তিনি। আগামী সময়ে তিনি ইন্ডাস্ট্রিতে পা দেবেন কিনা সেটা অবশ্য জানা যায়নি এখনো।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button