হোলির আগেই লক্ষ্মীলাভ সরকারী কর্মীদের! একধাক্কায় ২৭ হাজার টাকারও বেশি বাড়বে DA

কেন্দ্র সরকারের তরফে ডিএ (Dearness allowance) নিয়ে বড়সড় ঘোষণা করা হয়েছিল। অবশ্য বাজেট (Budget) পেশ করার আগেই এই সম্পর্কে জানানো হয় সরকারি তরফে। রাজ্য সরকার যেখানে DA বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে হাজির হয়েছে, সেখানে রাজ্য সরকারের তরফে DA এর পরিমাণ বাড়ানো হয়েছে বেশ খানিকটা।
২০২৩ এর জানুয়ারি থেকেই মহার্ঘ্য ভাতা বাড়ানো হতে পারে। হোলির পর থেকেই বেতন বাড়ানো হতে পারে। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হতে চলা মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির বিষয়ে অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। মার্চের থেকেই গ্রাহকদের বকেয়া DA দেওয়া হতে পারে।
এবার DA বাড়ছে ৪%। সেই কারণে মোট DA ৩৮% থেকে বেড়ে হয়েছে ৪২%। এবার যাদের মূল বেতন ১৮,০০০ টাকা তাদের বার্ষিক মহার্ঘ ভাতা বেড়ে হচ্ছে ৯০,৭২০ টাকা। একইসাথে মহার্ঘ ভাতার পাশাপশি বেতন বাড়বে ৭২০ টাকা। বার্ষিক হিসবে সেটাই বাড়বে ৮৬৪০ টাকা।
কিভাবে বেতন বেড়েছে : আপনার বার্ষিক বেতন ১৮,০০০ টাকা হলে তার DA এর জন্য আপনি পাবেন ৭,৫৬০ টাকা (৪২%)। বার্ষিক ক্ষেত্রে সেটাই হবে ৯০,৭২০ টাকা। এতদিন কিন্তু এই পরিমাণ ছিল ৩৮% অর্থাৎ ৬,৮৪০ টাকা। এক্ষেত্রে কিন্তু প্রতি মাসেই বেতন বাড়ার পরিমাণ রয়েছে ৭৫৬০-৬৮৪০=৭২০ টাকা।
আপনাদের আরেকটি উদাহরণ দিলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন। আপনার বেতন যদি ৫৬,৯০০ টাকা হয়, তাহলে আপনি নিজের মহার্ঘ্য ভাতার ৪২% অর্থাৎ ২৩,৮৯৮ টাকা পাবেন। সেক্ষেত্রে আপনার প্রতিমাসে বেতন বাড়ছে ২২৭৬ টাকা, অর্থাৎ বছরে ১২×২২৭৬=২৭,৩১২ টাকা বেতন বাড়বে আপনার।