এবার বোমা ফাটালেন দাদা! গুরুতর অভিযোগ সামনে আনলেন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি

প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই (Board of Control for Cricket in India) সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এদিন বোমা ফাটিয়েছেন। হ্যাঁ বোমাই বটে। অস্ট্রেলিয়ান কোচ গ্রেগ চ্যাপেল (Greg Chappell) এর আমল নিয়ে মুখ খুলেছেন তিনি। শিক্ষক দিবস উপলক্ষ্যে নিজের ক্রিকেট জীবনের অজানা কিছু রোমহর্ষক কাহিনীও শেয়ার করেছেন তিনি।

সৌরভ গাঙ্গুলিকে কীভাবে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তা আজ আর কারো অজানা নয়। অনেক বিতর্ক হয়েছে সেই নিয়ে। শিক্ষক দিবস উপলক্ষ্যে একটি ভিডিওতে সেরকমই নিজের ক্রিকেট জীবনের নানা ঘটনা তুলে ধরেন, আর তারই মাঝে রয়েছে ভারতের অধিনায়কত্ব ছাড়ার ঘটনাও।

সালটা ২০০৫ একটা দলকে বিশ্বকাপ জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দলের অধিনায়ক। মোদ্দাকথা দলের মধ্যে বিশ্বকাপ জয়ের একটা ক্ষিদে ঢুকিয়ে দিয়েছেন তিনি। কিন্তু অধিনায়কত্ব তো বটেই দল থেকেও বাদ দিয়ে দেওয়া হয় মহারাজকে।

সৌরভ সেই সম্পর্কে বলেন, ‘২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে হারের জ্বালা মেটাতে ২০০৭ বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করছিলাম। ২০০৩ বিশ্বকাপের পর আমাদের নতুন কোচ এসেছিলেন। বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল। খুব কাছাকাছি গিয়েও ২০০৩ সালের বিশ্বকাপ জিততে পারিনি। তাই শুধু আমার নয়, দলের সবার আক্ষেপ ছিল। ‘

তার বক্তব্য অনুযায়ী সেই সময় দলের সবাই স্বপ্নপূরণের জন্য আরও একটা সুযোগ চাইছিল আর তখনই তাকে বাধ্য করা হয় নেতৃত্বে ছেড়ে দিতে। অথচ সেই সময় তিনি দলের ভালোর জন্য খেলতে চেয়েছিলাম। নিজের সবটুকু দলকে দিতে চেয়েছিলেন তিনি। যদিও তিনি এটা জানাননি কে অথবা কারা তাকে দল ছাড়তে বাধ্য করে। বিষয়টিকে ক্রিকেটজীবনের উত্থান-পতনের অংশ হিসাবেই গ্রহণ করেছেন বাংলার দাদা।

sourav ganguly 13ec

গ্রেগ চ্যাপেল তাকে দল থেকে বের করার সিদ্ধান্ত নিলেও তার বিরুদ্ধে খারাপ কথা বলেননি তিনি, বরঞ্চ এদিন জানিয়েছেন তার থেকে কী কী শিখেছেন। আসলে ২০০৩ বিশ্বকাপের হার হজম করতে পারেননি তিনি, তাই তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ছিল তাদেরই দেশে। সেখানে কঠোর মনোভাবের সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন সিরিজ জেতার। আর সেটাই করেন তিনি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button