ভারতে এসে টোটো চালাচ্ছেন বিল গেটস! গর্ব করে ভিডিও শেয়ার করলেন আনন্দ মাহিন্দ্রা

কয়েকদিন আগেই ভারত (India) সফরে আসেন মাইক্রোসফটের (Microsoft) সহ-প্রতিষ্ঠাতা এবং ধনকুবের বিল গেটস (Bill Gates)। দেশের একাধিক বড় মানুষের সাথে তার মিটিং হয়। প্রধানমন্ত্রী, RBI এর গভর্নর থেকে শুরু করে রতন টাটা (Ratan Tata) সহ অনেকের সাথে কথা হয় তার। কিন্তু তিনি যা করেছেন তা বেশ হেডলাইন বানাচ্ছে সারাদেশে।

ভারত সফরে এসে পুরোদস্তুর স্যুট-টাই পরে মাহিন্দ্রার ইলেকট্রিক অটো ‘ট্রেও’ (Mahindra Treo) চালিয়ে ঘুরে বেড়ালেন তিনি। সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এছাড়া মাহিন্দ্রার ইলেকট্রিক অটো চালিয়ে বেশ খুশি খুশি দেখাচ্ছে তাকে। সেই ভিডিও আবার ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন।

ভিডিওর ক্যাপশনে বিল গেটস লেখেন, ‘কোন জিনিসের ৩টি চাকা, শূন্য নির্গমন এবং শূন্য আওয়াজ আছে? সেটি হল মাহিন্দ্রা ট্রেও।’ ভিডিওর পিছনে আবার কিশোর কুমারের ‘বাবু সামঝো ইশারে’ গানটি শোনা যাচ্ছে। ভিডিওতে আবার ইলেকট্রিক অটোর কয়েকটি ফিচারের বিষয়েও জানান তিনি।

বিল গেটস বলেন, “আমাদের সব কিছুই নতুনভাবে ভাবতে হবে। কৃষি থেকে পরিবহণ; সব ক্ষেত্রেই কার্বন-শূ্ন্য নির্গমনের কথা ভাবতে হবে।” সাথে তিনি এও জানান, লিখেছেন, “ভারতের উদ্ভাবনের ক্ষমতা আমায় বরাবর অবাক করেছে।”

ইনস্টাগ্রামে গেটস জানান, “আমি একটি ইলেকট্রিক রিকশা চালালাম। এটি ১৩১ কিলোমিটার অবধি চলতে সক্ষম এবং ৪ জনকে নিতে পারে। পরিবহণ শিল্পে মাহিন্দ্রার মতো সংস্থার এই চেষ্টা সত্যিই উদ্দীপক।” উল্লেখ্য ১০ লক্ষের বেশি মানুষ দেখেছেন সেই ভিডিও। ভিডিওর প্রতি উত্তরও দিয়েছেন আনন্দ মহিন্দ্রা।

আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) বলেন, “আমি খুব খুশি হয়েছি যে তুমি আমাদের ট্রেও চালিয়ে দেখার সময় পেয়েছো। পরের বার ভারত এলে সচিন তেন্ডুলকর, তুমি ও আমি মিলে তিন চাকার ইলেকট্রি গাড়িতে রেস করব।”

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button