দুটো অণ্ডকোষই খারাপ! অনুব্রত মণ্ডলকে নিয়ে SSKM থেকে চরম দুঃসংবাদ

কলকাতাঃ এদিন মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) পরীক্ষা করেন SSKM-র মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। পরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন যে, বীরভূমের দাপুটে এই নেতার দুটি অণ্ডকোষের অবস্থাই খারাপ। সেখানে পুঁজ জমে আছে।
জানা গিয়েছে যে, অনুব্রতবাবুর ফুসফুসের পরীক্ষাও করা হয়। আর সেই রিপোর্টও খুব একটা ভালো নয়। ওনার ফুসফুসে জল জমে রয়েছে বলে জানা যায়। বর্তমানে অনুব্রত মণ্ডলকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। আপাতত তাঁকে হাসপাতালেই থাকতে হবে।
গরুপাচার কাণ্ডে CBI দফতরে হাজিরা দিতে যাওয়ার বদলে সোজা SSKM-র উডবার্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি হন অনুব্রত মণ্ডল। এরপর থেকে তাঁকে নিয়ে অনেক বিতর্কের দানা বাধে। তবে তিনি সেই বিষয়ে কিছুই মন্তব্য করেননি। সবথেকে অবাক করা বিষয় হল, অনুব্রতবাবুকে দেখতে এসএসকেএম-এ তৃণমূলের কোনও উচ্চস্তরীয় নেতাই যান নি।
অন্যদিকে, চারিদিকে বিশেষ করে বীরভূমে অনুব্রত মণ্ডলের সুস্থতায় কামনায় করা হচ্ছে মহাযজ্ঞ। এদিন মঙ্গলবার ৫ কেজি শাল কাঠ, ১০ কেজি বেল কাঠ, ৩ কেজি চন্দন কাঠ, ১০৮টি বেলপাতা ও ৫ কেজি ঘি দিয়ে অনুব্রতর সুস্থতা কামনায় মহাযজ্ঞ করা হয়।