দুঃখের পাহাড় ভেঙে পড়ল অপরাজিতার মাথায়! মা হারা হলেন লক্ষ্মী কাকিমা

বাংলা ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) এদিন মা হারা হলেন। অভিনেত্রী নিজেই এই ব্যাপারে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অপরাজিতা জানান যে, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর মায়ের।

aparajita adhya (1)

বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মায়ের অসুস্থতার কারণে বাড়ির মধ্যে ছোট করে জন্মদিন পালন করেন তিনি। আশা করেছিলেন যে, এবার হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু না, তার আগেই চলে গেলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

খুবই ছোটবেলায় অপরাজিতার বাবার মৃত্যু হয়। আর এবার অভিনেত্রীকে অনাথ করে দিয়ে চলে গেলেন তার মা। মা এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button