আমেরিকা, চিনকে পিছনে ফেলে বিশ্বসেরা ভারত! এই ক্ষেত্রে সবাইকে হারিয়ে দখল করল শীর্ষস্থান

২০১৪ সালে কেন্দ্রে সরকার পরিবর্তন হওয়ার পর বদলেছে অনেক কিছুই। দেশের অন্দরে যেন এক বিপ্লব এসে গিয়েছে। ঠিক তেমন ভাবেই দেশের অন্দরে বিভিন্ন প্রযুক্তি আসার কারণে সহজ হয়ে ওঠেছে মানুষের জীবন যাপন। ডিজিটাল ইন্ডিয়া মন্ত্রে এগিয়েছে ভারত (India)।

এবার নগদহীন লেনদেনের ক্ষেত্রে গোটা বিশ্বে শীর্ষ স্থানে উঠে এল ভারত। দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অস্ট্রেলিয়ায় এক আলোচনা সভায় এই দাবি করেন। তিনি বলেন, ‘‘আপনি যদি আমাদের নগদবিহীন লেনদেনগুলির নির্দিষ্ট ইউপিআই (Unified Payments Interface) আইডি দেখেন, আমি মনে করি আমরা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক নগদহীন লেনদেনে রেকর্ড করতে চলেছি।”

উল্লেখ্য প্রধানমন্ত্রী মোদীর আমলে দেশের নগদহীন লেনদেনে বেশ বড় পরিবর্তন এসেছে। সেই নিয়ে জয়শঙ্কর বলেন, ‘‘মানুষের মানসিকতার মধ্যে প্রযুক্তির প্রভাব বেড়েছে। তাই নগদহীন লেনদেন ক্রমশ বেড়ে চলেছে।’’ একইসাথে মানুষকে নগদহীন লেনদেনে মানুষকে উৎসাহিত করার জন্যও কাজ করে চলেছে সরকার।

নগদহীন লেনদেন বেড়েছে বহুলাংশে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে যেভাবে নগদহীন লেনদেনের প্রচার বেড়েছে তাতে মানুষ এখন ধীরে থেকে অনেক বেশি স্বাভাবিক হয়ে উঠেছে ক্যাসলেশ লেনদেনে। এক্ষেত্রে নোটের পরিবর্তনও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

upi and rupay card

এখন ভারত ডিজিট্যাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বে ১ নম্বর স্থান দখল করেছে। এছাড়া QR কোড পেমেন্ট, UPI ID এর সহজলভ্যতা, সুরক্ষিত সিস্টেম হওয়ার কারণে সুবিধা হয়েছে মানুষের। আর সেজন্য অনেকেই বর্তমানে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন অনলাইন পেমেন্ট করতে। আর সেজন্যই ভারত আজ রেকর্ড গড়েছে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button