এখনই যাচ্ছেনা শীতের দাপট? আগামীকাল থেকে আবহাওয়ায় নতুন পরিবর্তন! ওয়েদার আপডেট

শীতের (Winter) শেষ স্পেল ভালই চলেছে। বিশেষ করে কয়েকদিন আগে হঠাৎই যেভাবে শীত শেষ হয়ে গেল তাতে করে মানুষ বেশ নারাজ। তবে মানুষকে স্বস্তি দিতে মাঝখানে কিছুদিন ফিরেছিল শীতের আমেজ। তবে এবার বোধহয় পাততাড়ি গোটানোর সময় এসে গিয়েছে। তাহলে চলুন দেখা যাক বিভিন্ন জায়গায় আবহাওয়া কেমন থাকবে।
সূত্রের খবর, দিন ও রাতের তাপমাত্রা বাড়লেও আগামী দুদিন বেশ খানিকটা বদল হবে আবহাওয়ায়। আগামী সোম এবং মঙ্গলবার নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। তবে বুধবার থেকে তা আবারও উঠবে। উত্তরবঙ্গকে মুড়ে থাকবে ঘন কুয়াশার চাদর। দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি হলেও হতে পারে বলে খবর।
- সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.১°সেলসিয়াস
- সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৯° সেলসিয়াস
- আর্দ্রতা : ৭৮%
- বাতাস : ১১ কিমি/ঘন্টা
- মেঘে ঢাকা : ৬৪%
আজকের আবহাওয়া : আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আজকের ওয়েদারে নতুন কিছুই নেই। সকালের দিকে কুয়াশা থাকলেও বাকি দিনটা আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০° ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯° এর আশেপাশে হতে পারে বলে খবর। যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : সূত্রের খবর, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দার্জিলিং, এবং কালিম্পংএ-র কোনও কোনও জায়গায় হাল্কা বা মাঝারি বৃষ্টি হতে পারে। তাছাড়া অন্য কোনো জেলায় বৃষ্টিপাতের কোনো খবর নেই। রাতের তাপমাত্রাতেও বিশেষ কোনো পার্থক্য আসবে বলে মনে করছেননা বিশেষজ্ঞরা। তবে পরের তিন দিন, পাহাড়ি এলাকার তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে খবর।
আগামীকালের আবহাওয়া : সূত্রের খবর, আগামীকাল দিন ও রাতের তাপমাত্রা খানিক কমতে পারে। তবে এটা দীর্ঘস্থায়ী নয় বলেই ধারণা। এবং এরপর যে তাপমাত্রা বাড়বে সেটাতেই হবে চলতি বছরের শীতের বিদায়।