প্রথম বিয়ে টিকল না, দ্বিতীয়বার ছাদনাতলায় বসছেন আবির চ্যাটার্জি? চিনে নিন পাত্রীকে

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা আবির চ্যাটার্জি (Abir Chatterjee)। বেশি দিন হয়নি অভিনেতা বিয়ে করেছেন, কিন্তু এরইমধ্যে খবর আসছে প্রথম পক্ষের সাথে ডিভোর্সের। দ্বিতীয় স্ত্রী নাকি আবার প্রথম স্ত্রীর খুবই পরিচিত! টলিপাড়ায় গুঞ্জন সেই নিয়ে। খবর আসছে পরিচালক অর্জুন দত্তই এই বিয়ের ঘটক। কিন্তু ঠিক কেন প্রথম স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন আবির?

277173857 3037899666463225 7799638850523066095 n

না, যেমনটা ভাবছেন বাস্তবে কিন্তু মোটেই তেমন নয়। আসলে সবটাই হচ্ছে সিনেমায়। অর্জুন দত্ত আবিরের দ্বিতীয় বিয়ে দিতে চলেছেন, তবে সেটা অনস্ক্রিনে। যদিও এই নিয়ে বেশি কিছুই জানাননি অভিনেতা অথবা পরিচালক। মুখে কুলুপ এঁটে রেখেছেন তারা।

95273174

টলিপাড়ার অন্দর থেকে যা খবর আসছে তাতে শোনা যাচ্ছে যে, অর্জুন দত্তের আগামী ছবির নাম হতে চলেছে ডিপ ফ্রিজ। আর সেখানেই অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। সিনেমায় প্রাক্তনের চরিত্রে অভিনয় করবেন তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)। যদিও দ্বিতীয় স্ত্রীর নাম এখনো সামনে আসেনি।

tonushree 10 260551392 4512527462187452 9090576941050216030 n

এতদূর অবধি পড়ে নিশ্চয়ই ভাবছেন যে, সিনেমার নাম ডিপ ফ্রিজ কীভাবে হয়! এই নিয়েও নানান রিপোর্ট এসেছে। ডিপ ফ্রিজ বলার কারণ, সম্পর্কে টান না থাকলে সেখানে এক ঠান্ডা অনুভূতি তৈরি হয়। সেটা অনেকটা হিম শীতল বরফের মতোই, আর তাই এমন নাম সিনেমার। ফলে বোঝাই যাচ্ছে যে, সিনেমায় সম্পর্ক নিয়ে জানাতে চলেছেন পরিচালক।

উল্লেখ্য, এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন সৌম্যঋত। তবে গায়ক কে হবেন সেকথা এখনো জানা যায়নি। তবে ছবির গান গুলো যে সুপার ডুপার হিট হতে চলেছে সেই নিয়ে সন্দেহ রাখেননি কেও। আগামী বছরের শুরুতেই শ্যুটিং আরম্ভ হয়ে যাবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button