রূপে হার মানাবেন ঐশ্বর্য রাইকেও! চিনে নিনে গায়ক অভিজিৎ-র বাঙালি পুত্রবধূ ময়ূখীকে

অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya) গায়ক, কিন্তু তাকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। কয়েকদিন আগেই এ.আর.রহমানকে (A. R. Rahman) দাগিয়ে দিলেন সঙ্গীতশিল্পী নন বলে। তার জীবনে বিতর্কের শেষ নেই! যদিও তাতে তার কিছুই যায় আসেনা। কদিন আগে ছেলের বিয়ে দিলেন তিনি।

   

অভিজিতের ছেলে ধ্রুব ভট্টাচার্য (Dhruv Bhattacharya) বিয়ে করলেন বঙ্গতনয়া ময়ূখী রায় (Mayukhi Roy)কে। গত ১৭ জানুয়ারি মহা ধুমধামের সাথে বিয়ে করেন তারা। বিয়ের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। সেখানে সঙ্গীতের অনুষ্ঠানে সস্ত্রীক নাচেন অভিজিৎ।

 

অবশ্য শুধু নেচেছেন বললে কম বলা হয়, তিনি গানও গেয়েছেন। এদিকে সাতপাকে বাঁধা পড়ার পর ধ্রুব, ময়ূখীকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আইন ও সমাজের নিয়ম মেনে ময়ূখী শুধুই তাঁর। উচ্ছ্বসিত ধ্রুব লিখেছেন, ময়ূখী তাঁর জীবনের ধ্রুবতারা। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনু মালিক (Anu Malik), মিকা সিং (Mika Singh), অলকা ইয়াগনিক (Alka Yagnik)-রা।

চার বছরের সম্পর্কের পরিণতি এসেছে এই বিয়ের মাধ্যমে। আপনাদের জানিয়ে রাখি যে, ময়ূখী পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আর ধ্রুব সঙ্গীত জগতের সাথে যুক্ত রয়েছেন। এর আগে করোনার সময় নিয়মভঙ্গ করেছিলেন অভিজিৎ এবং ধ্রুব। করোনা বিধি ভেঙে কলকাতায় এসেছিলেন তারা।

https://www.instagram.com/p/Coogt61Lb3z/?utm_source=ig_web_copy_link

যদিও সে বিতর্ক বহু পুরোনো। এখন সুখী বিবাহিত জীবন কাটাচ্ছেন তারা। কয়েকদিন আগে আবার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছেন দুজনে।