লাল সিংয়ের পর ফের বিদেশি সিনেমার রিমেক! করিনাকে বাদ দিয়ে আমিরের আগামী মুভির ঘোষণা

একটা সময় ছিল যখন আমির খান (Aamir Khan) যেখানেই হাত দিতেন তা সোনা হয়ে যেত। একের পর এক হিট মুভি দিয়েছেন তিনি। রেকর্ড আয় করেছে তার সিনেমা। এমনকি অস্কার পর্যন্ত পেতে চলেছিলেন তিনি। সেখান থেকেই তার নাম হয় ‘মিস্টার পারফকশনিস্ট’। কিন্তু সেইদিন আর আজ, যেভাবে তার রাজ্যপাট গিয়েছে তা বোধ হয় তিনি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি।

তবে লাল সিং চাড্ডার শোক কাটিয়ে আবারো নিজের প্রত্যহীক জীবনে ফিরেছেন তিনি। জানা যাচ্ছে আরো একটি সিনেমা আসতে চলেছে তার। লাল সিং চাড্ডার পর আরেক বিদেশি সিনেমার রিমেক তৈরি করতে চলেছেন তিনি। ‘দ্য ফরেস্ট গাম্প’ এর মত আইকনিক ছবির আদলে তৈরি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়।

১৮০ কোটি বাজেটের সিনেমা আয় করতে পারেনি ৭০ কোটি টাকা! তবে এই প্রথম নয়, পরপর তিন তিনটি সিনেমা ফ্লপ গিয়েছে তার। এখন তিনি ভিড়েছেন বলিউডের ‘ফেলু’ দের দলে। তবে আবারো তিনি উঠে দাঁড়িয়েছেন। লাল সিং চাড্ডার ধাক্কা সামলে আবারো তিনি ফিরছেন বড় পর্দায়। আবারো ‘রিমেক’ ছবি নিয়ে ফিরছেন তিনি।

জানা যাচ্ছে শক কাটিয়ে উঠে আগামী ২০২৩ সাল থেকে আমিরের পরবর্তী সিনেমার শুটিং শুরু হতে চলেছে। আরেক বিখ্যাত বিদেশি ছবির রিমেক তৈরি করতে চলেছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আমির খানের পরবর্তী ছবি হবে স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিয়ন্স (২০১৮)’-এর রিমেক। এবার তার ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন ‘Shuv Mangal Zyada Savdhan’ খ্যাত আর.এস. প্রসন্ন।

এবার আর করিনা থাকছেন না। দুজনকে একসাথে দেখে ভারতীয় জনতা তেলেবেগুনে জলে ওঠার পর এই ছবিতে তার নায়িকার চরিত্রে রয়েছেন অনুষ্কা শর্মা। প্রসঙ্গত এর আগেও দুজনে একত্রে কাজ করেছেন। PK ছবিতে দুজনের কেমস্ট্রি বেশ ভালই পছন্দ করে জনতা।

aamir lsc 23

মিডিয়া রিপোর্ট থেকে এও জানা যাচ্ছে যে, ইতিমধ্যেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন নির্মাতারা। ছবিটি তৈরীর জন্য ছয়মাসের শিডিউল করেছেন তারা। এছাড়া এও জানা যাচ্ছে যে, ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকব সনি পিকচার্স ইন্ডিয়া। আপাতত মার্কিন মুলুকে রয়েছেন মিস্টার পাফেকশনিস্ট খান। ফিরে এসেই শুটিং শুরু করবেন তিনি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button