২৪ বছরের পুত্রবধূকে বিয়ে ৭০-র শ্বশুরের! ৬ সন্তানের বাবার কাণ্ডে হতবাক গোটা এলাকা

উত্তরপ্রদেশের বারাবাংকি থেকে এক অভাবনীয় ঘটনা নিয়ে এসেছি আমরা। সেখানে একজন 65 বছরের বৃদ্ধ তার থেকে 41 বছরের ছোট মেয়েকে বিয়ে করেছেন। সবথেকে বড় ব্যাপার এই যে,সেই ব্যক্তি নিজেই 6 মেয়ের বাবা। তিনি 24 বছরের এক মেয়েকে বিয়ে করলেন সম্প্রতি।

বিয়ের পর বৃদ্ধের নাচ সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। সেখানে বিয়েতে তার মেয়েরা ছাড়াও উপস্থিত ছিল নাতি নাতনিরাও। চূড়ান্ত আমোদ প্রমোদের সাথে বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু মেয়ের বয়সী অথবা বলা ভালো, মেয়ের চেয়েও কম বয়সী এক মেয়েকে বিয়ে করে সারাদেশেই সংবাদ শিরোনামে এসেছেন বৃদ্ধ।

রুদৌলি এলাকার কামাখ্যা দেবী মন্দিরে নাখেদ ও নন্দনী ধুমধাম করে বিয়ে করেন। জানা যায় প্রথম স্ত্রীর মৃত্যুর পর বড়ই একাকী হয়ে পড়েছিলেন নাখেদ। আর একাকীত্ব দূর করার জন্যই আরো একবার বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর পরিবারের সম্মতিতে আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নন্দনীকে ঘরে তোলেন নাখেদ।

বিয়ে করে বেজায় খুশি হয়েছেন তিনি। এদিকে তার সব ছেলেমেয়েই বিবাহিত। তারপরও কীভাবে তিনি বিয়ে করলেন তাই নিয়ে পুরো এলাকায় আলোচনার ঝড় উঠেছে। তবে এই বিয়ে দুইবাড়ির সম্মতিক্রমে হওয়ায় কেউই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্নচিহ্ন তোলার সাহস পাচ্ছেনা।

viral marriage

উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও গোরখপুরে 70 বছর বয়সী কৈলাশ যাদব তার ছেলের স্ত্রী পূজাকে (28) মন্দিরে বিয়ে করেছিলেন। সেবারও সবাই বেশ অবাক হয়েছিল। দুই ঘটনাই সারাদেশে বেশ ভাইরাল হয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button