স্বস্তির খবর দেশবাসীর জন্য, পেট্রোল-ডিজেল নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! রেহাই পাবে আম জনতা

চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশেই মহাসমারোহে বিভিন্ন উৎসব পালিত হবে। আর সেই কারণে জনগণকে বিরাট উপহার দিয়েছে মোদী সরকার। ফেব্রুয়ারি মাসে বাজেটের সময় জানানো হয় যে, ১লা অক্টোবর থেকে পেট্রল ও ডিজেলের উপরে অতিরিক্ত উৎপাদন শুল্ক ২ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এবার সেই তারিখ বদল করে নভেম্বর করে দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রক সূত্রে জারি করা লেটেস্ট তথ্য থেকে জানা যাচ্ছে এই তথ্য। প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের বাজেট পেশ করার সময় জানান যে , যেসমস্ত পেট্রল এবং ডিজেলে ইথানল এবং বায়ো ডিজেল মেশানো হয়না তার ওপর এবার থেকে অতিরিক্ত শুল্ক চাপাবে সরকার।
এতদিন সেই তারিখ নির্ধারিত ছিল ১ অক্টোবর। কিন্তু উৎসবের মরশুমে জনতাকে মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে সেই সিদ্ধান্ত বদল এনেছে সরকার। এদিকে জানা। যাচ্ছে যে, এখন দেশে যে পেট্রোল বিক্রি হয় সেখানে ৯০ শতাংশ পেট্রোলের সাথে ১০ শতাংশ ইথানল মেশাচ্ছে সরকার। ইথানল তৈরি হয় দেশে।
ইথানলের ব্যাবহার বাড়লে যেমন আমাদের বৈদেশিক মুদ্রা ভান্ডার শক্তিশালি হবে তেমনই দেশের কৃষকরাও লাভবান হবেন। একইরকম ভাবে ডিজেলের সাথে মেশানো হয় বায়ো ডিজেল। সেখানে বিভিন্ন ভোজ্য তেল মিশিয়ে ডিজেলকে আরো সস্তা করতে চাইছে সরকার।
বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী বলেন, ”জ্বালানির মিশ্রণ সরকারের অগ্রাধিকার। জ্বালানির মিশ্রণের প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য, অ-মিশ্রিত জ্বালানির ক্ষেত্রে লিটারপিছু ২ টাকা অতিরিক্ত শুল্ক নেওয়া হবে। যদিও সেই শুল্কে পরিবর্তন এসেছে।
৩০ সেপ্টেম্বর এক নোটিফিকেশন জারি করে সরকার জানায় যে, ডিজেলের ক্ষেত্রে এই দর ১.৪০ টাকার পরিবর্তে ৩.৪০ টাকা করা হয়ছে। এবং ইথানল অমিশ্রিত পেট্রোলের ক্ষেত্রে এই দর করা হয়েছে ৪.৬০ টাকা! তবে এক্ষুনি লাগু হচ্ছে না এই নয়া দর, আগামী ১ নভেম্বর থেকে দাম বাড়বে জ্বালানি তেলের।