আদানি গ্রুপের বিরুদ্ধে ১৩ হাজার ৪০০ কোটি টাকার মামলা আম্বানির! তুলল গুরুতর অভিযোগ

এবার সংঘাত শুরু হয়েছে সেয়ানে সেয়ানে। একেবারে জোর টক্কর হচ্ছে তাদের। মুখোমুখি সংঘাতে দাঁড়িয়ে রয়েছে আদানি গ্রুপ (Adani Group) এবং আম্বানি গ্রুপ (Ambani Group)। দুই ব্যবসায়ীর মধ্যে এতদিন ঠাণ্ডা লড়াই চললেও এবার আম্বানি আর আদানি (Gautam Adani) নেমেছেন সম্মুখ সমরে। আম্বানি কেস ঠুকেছেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি ওপর।

মুকেশ আম্বানির (Mukesh Ambani) ভাই অনিল আম্বানির (Anil Ambani) কোম্পানি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের পক্ষ থেকে আদানি ট্রান্সমিশন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রিলায়েন্স তাদের মুম্বাই পাওয়ার ডিস্ট্রিবিউশন ব্যবসা সম্পর্কে আদানিকে গ্রুপের বিরুদ্ধে 13400 কোটি টাকার অভিযোগ দায়ের করেছেন।

রিলায়েন্সের অভিযোগ 2017 সালে ব্যবসা বিক্রির সময় যে শর্ত দেওয়া হয় সেই শর্ত লঙ্ঘন করেছেন গৌতম আদানি। তাই 13,400 কোটি টাকার মামলা দায়ের করেছে রিলায়েন্স গ্রুপ। মুম্বাই সেন্টার ফর আরবিটেশন এর কাছে বিষয়টি তুলে ধরে আদানিকে ঘিরে রেখেছে অনিল আম্বানির কোম্পানি।

তবে আদানি গ্রুপ সেই সালিশির দাবী প্রত্যাখ্যান করেছে। তারা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের নিয়ন্ত্রক ফাইলিংকে একটি চিন্তাভাবনা বলে অভিহিত করেছে। সেখানে তারা এও জানিয়েছে যে, কোম্পানি যথযথ শর্ত অনুসরণ করেই চলেছে।

আসলে ঋণে ডুবে থাকায় অনিল আম্বানির সংস্থা সারা মুম্বাই শহরে তাদের বিদ্যুতের ব্যবসা আদানি কোম্পানিকে বিক্রি করে দিয়েছেন। রিলায়েন্সের ব্যবসাতে বিদ্যুৎ এর উৎপাদন, বিতরণ, ট্রান্সমিশন সবকিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। অনিল আম্বানি ঋণ পরিশোধের জন্য এই তহবিল গুলিকে ব্যবহার করেছিলেন।

gautam adani 1dscd

প্রসঙ্গত অনেকের মতে অনিল আম্বানিকে এই ক্ষেত্রে সমর্থন যোগাচ্ছেন মুকেশ আম্বানি। তারই মদতে আদানি বিরুদ্ধে কেস ফাইল করতে পেরেছেন অনিল আম্বানি। তাই এখন দেখার এই লড়াই শেষপর্যন্ত কতদূর যায়।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button