IPL 2024: এক বছর আগের সন্ধ্যা এখনও টাটকা, নাইটদের বিরুদ্ধে নামার আগে চোখের সামনে ভাসছে রিঙ্কুর ৫ ছক্কা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) দুটি ম্যাচ খেলেছে।  দুটি ম্যাচেই ফাস্ট বোলার যশ দয়ালকে (yash dayal) প্রথম একাদশে সুযোগ দিয়েছিল বেঙ্গালুরু।  দয়াল গত বছর গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন।  কিন্তু গুজরাট আইপিএল ২০২৪ এর আগে তাকে রিলিজ করে দিয়েছিল। এরপর নিলামে দয়ালকে ৫ কোটি টাকার বিনিময়ে দলে তুলে নেয় বিরাট কোহলির আরসিবি। মজার বিষয় হল, যশ দয়ালের সঙ্গে জুরে গিয়েছে রিঙ্কু সিং (Rinku Singh)-এর নাম। রিঙ্কুর জন্য বিষয়টা ভালো, কিন্তু দয়াল ভুলে যেতে চাইবেন যে কোনও মুল্যে।

এদিকে গত বছর একটি ঘটনার জন্য খবরের শিরোনামে উঠে এসেছিলেন দয়াল।  আইপিএল ২০২৩-এ গুজরাটের হয়ে খেলা দয়ালের বিরুদ্ধে পরপর পাঁচটি ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েছিলেন রিঙ্কু সিং। প্রায় এক বছর পর দয়াল ফের রিঙ্কু সিংয়ের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বল করতে চলেছেন। তার আগে পাঁচ ছক্কার সেই সন্ধ্যার কথা এখনও ভুলতে পারেননি বর্তমানে আরসিবি দলের এই ক্রিকেটার।

   

আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ রয়েছে। এই খেলার আগে রিঙ্কু সিংয়ের বিস্ফোরক ইনিংসের কথা স্মরণ করেছেন দয়াল। তিনি জানিয়েছেন, ‘ম্যাচ শেষে ফিরে গিয়েছিলাম, খুব খারাপ লাগছিল। আমাকে সোশ্যাল মিডিয়া দেখার ব্যাপার নিষেধ করা হয়েছিল। কিন্তু আমি তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়া স্ক্রল করেছি। লোকে কী ভাবছে তা দেখে খারাপ লাগছে, আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং খেলছি তা দেখতে হবে। দুই-তিন দিনের মধ্যে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল।’

পরে এক সাক্ষাৎকারে বর্তমান আরসিবি সতীর্থ মহম্মদ সিরাজ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, কীভাবে আবার ছন্দে ফিরে এসেছিলেন তিনি। দয়াল এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, “ভাবতে শুরু করেছিলাম যে আমি প্রথম ব্যক্তি নই যে এই জাতীয় পরিস্থিতিতে পড়েছি। তাই আমি বাইরের বিষয়গুলি উপেক্ষা করতে শুরু করি এবং এগিয়ে যাওয়ার চেষ্টা চালাতে থাকি ক্রমে।’

আজকের ম্যাচে দয়াল ও রিঙ্কু দুজনেই নিজের নিজের দলের হয়ে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। গতবারের মতো এবারেও রিঙ্কুর বিস্ফোরক ইনিংস দেখার অপেক্ষায় থাকবেন কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর