বছরের প্রথম দিনেই আশার আলো, শীত নিয়ে সুখবর শোনাল আবহাওয়া দফতর

বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে কি আচমকাই বদল ঘটল রাজ্যের (west bengal) আবহাওয়ার (Weather)? ঘুম থেকে উঠে সকলে এখন একটাই প্রশ্ন তুলতে শুরু করেছেন মানুষজন। কারণ গতকাল অবধি শহরের পারদ স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা বেশি ছিল, কিন্তু আজ আচমকাই যেন আবহাওয়া চোখ পাল্টি করল।

বর্তমানে শীতপ্রেমীদের একটু মন খারাপই রয়েছে। কারণ বড়দিনের আগে হোক বা বছরের শেষ দিন….সেই চেনা ঠান্ডা (Winter) তো পরেইনি, বরং উল্টে উষ্ণতম আবহাওয়ার সাক্ষী থাকতে হয়েছে সকলকে। এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যে কারণে পূবালী বাতাসের ওপর ভর করে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে স্থলভাগের ওপরে। এর ফলে তৈরি হচ্ছে কুয়াশা, থাকছে মেঘলা আবহাওয়া।

   

অন্যদিকে আবহাওয়ার এহেন খামখেয়ালিপনার মাশুল গুনছেন সাধারণ মানুষ। স্বাভাবিকের থেকে অনেকটাও ওপরে থাকছে তাপমাত্রা। নতুন বছরের শুরুতে সেভাবে শীতের আমেজ অনুভূত হবে না দক্ষিণবঙ্গে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে পারদ চড়বে দক্ষিণে।

যদিও আজ সকাল থেকে একটু হলেও শীতের আমেজ পাচ্ছেন শহরবাসী। জানা গিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। এদিকে নতুন বছরের শুরুতেই জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার থেকে বুধবার দার্জিলিং ও সিকিমে তুষারপাতসহ হালকা বৃষ্টি হতে পারে।

winter weather

সান্দাকফুতেও হালকা তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে সকাল থেকেই হালকা কুয়াশা দেখা যাবে। এদিকে হাওয়া অফিসের বিজ্ঞানীরা জানাচ্ছেন, চলতি সপ্তাহের শুক্র ও শনিবার মেঘলা আকাশ থাকতে পারে। এছাড়া হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর