আর গুনতে হবে না বেশি, মাত্র ৬০০ টাকায় দার্জিলিংয়ে পাবেন হোটেল! রইল সুলুক সন্ধান

শীত, গ্রীষ্ম হোক বা বর্ষা… বছরের যে কোনও সময় পাহাড়ে (Hill) ঘুরতে যেতে ভালোবাসেন ভ্রমণপিপাসুরা। বিভিন্ন সময়ে পাহাড়ের এক আলাদাই রূপ দেখা যায়। এদিকে শীতের মরসুম এসে গিয়েছে। আর এই শীতের সময়ে পাহাড়ের সৌন্দর্য দেখার মজাই আলাদা।

তবে পাহাড়ে ঘুরতে যাওয়ার অনেকে প্ল্যান করেও শেষ অবধি পিছিয়ে আসেন। আর তার সব থেকে বড় একটি কারণ হলো বাজেট (Budget)। অনেকেই আছেন যারা একটু বাজেট ট্যুর করতে পছন্দ করেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে পাহাড়ে ঘুরতে গিয়ে সেই বাজেট কিন্তু ব্রেক হয়েই যায় হয় কোথাও ঘুরতে যেতে গিয়ে নয়তো হোটেলের ভাড়া নিয়ে বাজেট অনেকেরই ব্রেক হয়ে যায়।

   

তবে আর চিন্তা নেই কারণ এবার পর্যটকদের জন্য রইল একটি দুর্দান্ত খবর। আপনিও কি সাম্প্রতিক সময়ে দার্জিলিং (Darjeeling) বা কালিম্পং (Kalimpong) ঘুরতে যাবার প্ল্যান করছেন? তাহলে সেখানে যাওয়ার আগে ঝটপট করে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

আজ এই প্রতিবেদনে মাধ্যমে আপনাদের সামনে কয়েকটি বাজেট হোটেলের নাম ও দাম তুলে ধরা হবে যেখানে গেলে আপনার বাজেট কিন্তু ব্রেক হবে না এবং আপনি অনায়াসেই পাহাড়ের আনন্দ নিতে পারবেন। এই হোটেল ও গেস্ট হাউস-এর ভাড়াগুলি শুরুই হচ্ছে ৬০০ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম হবে ১৫০০ টাকা অবধি।

darjeeling

প্রথমেই আজ যে হোটেলটি নিয়ে কথা হবে তার নাম হল ম্যাপেল ট্যুরিস্ট লজ। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই হোটেলের দূরত্ব হলো মাত্র ৭৪ কিলোমিটার। এখানে আপনি ডবল বেড, ডবল স্ট্যান্ডার্ড বেড, ডবল ডিলাক্স বেড, ৪ শয্যা বিশিষ্ট ঘর পেয়ে যাবেন। এখানে ভাড়া শুরুই হচ্ছে ১৫০০ টাকা থেকে ।

এবার আসা যাক ডালি পুলিশ গেস্ট হাউস প্রসঙ্গে। এখানে মাত্র ৬০০ টাকায় পাওয়া যায় রুম। পাশাপাশি রয়েছে গিজারের ব্যবস্থা। এছাড়াও অন্যান্য সব সুযোগ-সুবিধাও রয়েছে। তবে একটি বিষয় বলে রাখা জরুরি, এই গেস্ট হাউসে সবাই থাকতে পারবেন না কিন্তু। এখানে থাকতে হলে পুলিশে কর্মরত কারও মাধ্যমে বুকিং করতে হবে।

এই তালিকায় তৃতীয় থাকার জায়গার নাম হল ডাফে মুনাল ট্যুরিস্ট লজ। সুন্দর দেখতে লজটি নিউ জলপাইগুড়ি থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত। এই লজের ঘরভাড়া ১৫০০ টাকা। আপনি এই টাকায় দুটি ডবল ডিলাক্স বেডরুম পেয়ে যাবেন।

এবার আসা যাক কার্শিয়াং ট্যুরিস্ট লজের কথায়। নাম শুনে বুঝতেই পারছেন এই লজটি কোথায় অবস্থিত। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরেই রয়েছে এই লজ। আপনি এখানে মাত্র ১৫০০ টাকা খরচ করে থাকতে পারেন।

এবার আসা যাক জোরপোখারি ট্যুরিস্ট লজের কথায়। এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে। এখানে রুমের ভাড়াই ধুরু হচ্ছে ১০০০ টাকা থেকে। এখানে সর্বোচ্চ রুমের ভাড়া ৪০০০ টাকা। রয়েছে রেস্তোরাঁ।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর