কালো মেঘে ঢাকল শহর, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে? জানুন আবহাওয়ার হাল হকিকত

আজ সপ্তাহের কর্মব্যস্ততার দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার। আর আজ মঙ্গলবার সকাল থেকেই শহর কলকাতা থেকে শুরু করে বাংলার জেলার আকাশ মেঘলা। যেন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ঝেঁপে বৃষ্টি নামবে। সত্যি কি তাই? আজ থেকে কি আচমকাই বদল ঘটবে আবহাওয়ার? এই প্রসঙ্গে বিশাল আপডেট দিল আলিপুর মৌসম ভবন।

আপনিও কি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন বা বেরিয়ে পড়েছেন ইতিমধ্যে? তাহলে জেনে নিন আজকের আবহাওয়ার খুঁটিনাটি। সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা থাকলেও ফুরফুরে হাওয়া বইছে। ফলে কিছুটা হলেও অস্বস্তি নেই। যদিও যত বেলা গড়াবে ততই আবহাওয়া নিজের রঙ পাল্টাবে। কার্যত এমনই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আপনিও যদি এই শীত শীত আমেজ এবং ঠান্ডা আবহাওয়া দেখে গলে গিয়ে থাকেন তাহলে কিন্তু সেগুড়ে বালি।

   

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী ৩ দিনের মধ্যেই কলকাতা-সহ রাজ্যে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজ কোথাও বৃষ্টি হবে? মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। তবে আজ ও আগামীকাল বুধবার কোনোরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। যদিও হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আমূল বদলে যাবে বাংলার আবহাওয়া।

কোথায় কোথায় বৃষ্টি হবে জানেন? এ বিষয়ে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather black

শুধুমাত্র বৃষ্টিই নৌ, বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এদিকে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, দুই বঙ্গেই আগামী কয়েকদিনের মধ্যে দিনের, রাতের পারদ চড়বে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর