ফিরে এল শীত? শহরের পারদ নামল ১৮ ডিগ্রিতে, বৃহস্পতিবার থেকে বদলাবে আবহাওয়া

খাতায় কলমে এখন ফাল্গুন মাস। তারপরেও যেন বাংলার (West Bengal) আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা যেন থামতেই চাইছে না। সকাল, রাতে ঠান্ডা (Winter) তো আবার দুপুরের দিকে তীব্র গরমে, কার্যত এমনই উল্টোপাল্টা আবহাওয়ার সাক্ষী থাকছেন বাংলার মানুষজন। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন থেকে ফের একবার সকালের দিকে শীত শীত অনুভূতি হচ্ছে মানুষের। তবে যত বেলা গড়াবে গরম ততই বাড়বে বলে পূর্বাভাস জারি করা হয়েছে।

আজ কি কোথাও বৃষ্টি হবে? এই বিষয়ে এবার বড় তথ্য দিল আলিপুর আবহাওয়া দফতর যা আপনারও জেনে রাখা জরুরি বৈকি। আপাতত কয়েকদিনের মধ্যেই বাংলার তাপমাত্রা হু হু করে বাড়তে শুরু করবে। এই মার্চ মাসে বাংলার তাপমাত্রা ছুঁয়ে ফেলবে ৩২ থেকে ৩৫ ডিগ্রির কাছাকাছি। ভ্যাপসা গরমে নাহেজাল অবস্থা হতে পারে বঙ্গবাসীর। আপাতত বাংলায় বিশাল দুর্যোগের আশঙ্কা নেই বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে আলিপুর মৌসম ভবন। যদিও রাতের দিকে মনোরম আবহাওয়া থাকবে।

   

যদিও আগামী দিনের মধ্যে আবহাওয়া বদলের বড়সড় ইঙ্গিত দিয়েছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। যেমন আগামিকাল মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রাও বাড়বে। বুধবার উত্তরবঙ্গে (North Bengal) ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে থাকবে। দিনভর পরিষ্কার আকাশ। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে।

rain black weather

তবে আপনি জানলে অবাক হবেন, সোমবার কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস কম। যদিও বুধবার থেকে বাংলায় ঝেঁপে বর্ষণের সম্ভাবনা রয়েছে। আকাশ কালো হবে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানাচ্ছে, পুবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদল হতে পারে। বৃহস্পতিবার থেকে রাজ্যের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর