বড় ঘোষণা, বেড়ে গেল গরমের ছুটি! জানুন কতদিন বন্ধ থাকবে স্কুল

লোকসভা ভোটের আবহে বাংলায় বড় ঘোষণা হয়ে গেল। ফের একবার বন্ধ হতে চলেছে স্কুল (School Close)। মূলত রাজ্যে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) কারণে আচমকাই স্কুলের গরমের ছুটির সময়সীমা বাড়িয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

এমনিতে রাজ্যে দিন দিন যেন গরমের মাত্রা (Heatwave) বেড়েই চলেছে। আর এই গরম আবহাওয়ার কারণে বাড়ি থেকে বেরোতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ মানুষের। সেইসঙ্গে কষ্ট হচ্ছে স্কুল পড়ুয়াদেরও। তবে আর চিন্তা নেই। এবার এক ধাক্কায় অনেকটাই গরমের ছুটির (Summer Vacation) সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। জানা যাচ্ছে, আগামী ৬মে থেকে ২ জুন অবধি ছুটি থাকবে স্কুলে। যেহেতু ১৯ এপ্রিল থেকে রাজ্যে লোকসভা ভোটের প্রথম দফা ভোট শুরু হচ্ছে। আজ সোমবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

   

আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বন্ধ থাকবে স্কুল। দ্বিতীয় দফার জন্য আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল বন্ধ থাকবে স্কুল। দ্বিতীয় দফায় দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে স্কুল বন্ধ থাকবে। জানা যাচ্ছে, এবার ভোটের জন্য এক ধাক্কায় ১২ দিন ছুটির সময়সীমা বাড়ল। আগামী ২০ মে অবধি স্কুলে ছুটি থাকার কথা ছিল। কিন্তু এখন এই সময়সীমা বাড়িয়ে ২ জুন অবধি করা হল।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর