Slow Over Rate Rule: পন্থ-গিলদের লক্ষ টাকা জরিমানা, ক্রিকেটের এই নিয়ম সম্পর্কে অনেকেই জানেন না

ক্রিকেট ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একাধিক নিয়ম রয়েছে। কিছু নিয়মের কথা ক্রিকেট প্রেমী বা দর্শকদের নখদর্পণে রয়েছে। আবার এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো সম্পর্কে অনেকেই হয়তো জানেন না কিংবা জানা থাকলে সব সময় মনে থাকে না। নিয়মের জালে পড়ে কিছু ক্ষেত্রে ক্রিকেটারদেরও শাস্তির আওতায় পড়তে হয়। কিছু ক্ষেত্রে শাস্তি হয় বেশ ভারী। সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তির কোপ পড়েছে খেলোয়াড়দের ওপর। একটা নিয়মের কথা এখন খুব শোনা যাচ্ছে। কী সেই নিয়ম? চলুন জেনে নেওয়া যাক।

সদ্য শাস্তির খাঁড়া নেমে এসেছে ঋষভ পন্থের ওপর। পন্থকে মোটা অংকের জরিমানা করা হয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক বোর্ডের পক্ষ থেকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস জয় হাসিল করলেও তাই শান্তিতে নেই পন্থ। অনেকেই এই নিয়ম সম্পর্কে বিস্তারিত জানেন না। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমিন গিলকেও একই ভুলের জন্য শাস্তি দেওয়া হয়েছে।

   

‘স্লো ওভার রেট’ নিয়ম আসলে কী?

ক্রিকেট ম্যাচ সময়মতো শেষ করার জন্য ‘স্লো ওভার রেট’-এর নিয়ম ব্যবহার করা হয়। এই নিয়ম অনুযায়ী, বোলিং দলকে ৯০ মিনিটে ২০ ওভার শেষ করতে হয়। এই ৯০ মিনিট স্ট্র্যাটেজিক টাইম আউট এবং ডিআরএস নেওয়ার সময়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। ডিআরএস, টাইম আউট ছাড়া ৯০ মিনিটের মধ্যে ২০ ওভার শেষ না হলে বোলিং দলের অধিনায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে বাকি খেলোয়াড়দেরও এই নিয়মে জরিমানার নিয়ম রয়েছে।

নিয়ম অনুযায়ী শাস্তি হিসেবে দোষী অধিনায়ককে প্রথমবার ১২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই অধিনায়ক যদি আবারও একই ভুল করেন করেন তাহলে তাঁকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। দলের অন্য ক্রিকেটারদের ৬ লাখ টাকা বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করার কথা ক্রিকেটের এই নিয়মে বলা রয়েছে। তৃতীয়বার এই ভুলের জন্য অধিনায়ককে ৩০ লাখ টাকা জরিমানা এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা করতে পারে আয়োজক বোর্ড। বাকি খেলোয়াড়দের ১২ লাখ টাকা বা ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর