মুহূর্তেই বদলে যাবে আবহাওয়া, কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় বৃষ্টির তাণ্ডব, জারি অ্যালার্ট

শীত (Winter) আসবে আসবে করেও যেন বাংলায় (West Bengal) আসতে পারছে না কোনওভাবে। গোটা ডিসেম্বর মাসটাই মোটের ওপর শীতহীনভাবে কেটেছে সকলের। ফলে নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাসটিকে ঘিরে সকলেই আশায় বুক বেঁধেছিলেন। আশা ছিল যে এই জানুয়ারি মাসে অন্তত শীতটা পড়বে।

শীত কিন্তু পড়ছে। উত্তরবঙ্গে (North Bengal) একপ্রকার দাপিয়ে বেড়াচ্ছে শীতল আবহাওয়া। প্রায় প্রত্যেকদিনই তাপমাত্রার পতন হচ্ছে দার্জিলিং-র (Dajeeling) মতো পার্বত্য এলাকাগুলিতে। শুধু তাই নয়, সমতল অর্থাৎ জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার ও বেশ কিছু জায়গাতে শীত পড়ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও বেশ ঠান্ডা পড়ছে। তবে এসবের মাঝেই আবহাওয়া নিয়ে চরম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া।

   

হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমূল বদলে যেতে চলেছে রাজ্যের আবহাওয়া। আগামী ৫ থেকে ৯ জানুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। যার সরাসরি প্রভাব পড়বে বাংলা ও ঝাড়খণ্ডে। শীত হবে অতীত, সঙ্গী হবে বৃষ্টি। ইতিমধ্যে আজ থেকেই বাংলার বেশ কিছু জেলার আবহাওয়া বদলাতে শুরু করে দিয়েছে। কালো মেঘে ঢেকেছে বেশ কিছু জায়গা।

দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে বলে সোমবার জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া অফিসের বিজ্ঞানীদের মতে, “সপ্তাহের শেষে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।“

black cloud

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে বাংলায় শীত আসবে আসবে করেও বাধা পাচ্ছে বারবার। উত্তুরে হাওয়ার বদলে রাজ্যে ঢুকছে পূবালী বাতাস।  ফলে বেজায় মন খারাপ সকলের। তবে আবহাওয়া অফিসের কথা মতো, ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর