বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জের! আজ বজ্রঝড় সহ শিলাবৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়

একে ঘূর্ণাবর্তে রক্ষে ছিল না, এবার বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। মূলত উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই পরিস্থিতি। সেইসঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-ভারতে প্রবেশ করেছে। ফলে সব মিলিয়ে দেশের একাধিক রাজ্যের পাশাপাশি বাংলার (West Bengal) আবহাওয়া (Weather) দফায় দফায় পরিবর্তন হতে চলেছে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

কলকাতার আকাশ আজ মঙ্গলবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে। হালকা কুয়াশাও রয়েছে। সেইসঙ্গে রয়েছে হালকা শীতের শিরশিরানী অনুভূতিও। এসবের মাঝেই বাংলা জুড়ে ব্যাপক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal) বহু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় বৃষ্টি

   

সবথেকে বেশি বৃষ্টিতে ভিজতে চলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলী, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণা। আপনিও যদি এই মরসুমে উত্তরবঙ্গে (North Bengal) যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে সাবধান হয়ে যান কিন্তু। কারণ আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামীকাল বুধবার অবধি এই বৃষ্টির ব্যাপক দাপট চলবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন অবধি শোনা যাবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ছত্তিশগড় ও তেলেঙ্গানার ওপরে থাকা ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে আজ বৃষ্টি হবে।

kol rain

কিন্তু একটা ভালো খবর, আগামীকাল বুধবার থেকে বদলাবে আবহাওয়া। বুধবার থেকে শনিবার আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর