দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টি, আজই বদলে যাবে আবহাওয়া! পূর্বাভাস মৌসম ভবনের

ফের বাংলার (West Bengal) আকাশে দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। নতুন করে বাংলার বহু জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) সকালের দিকে ঠান্ডা অনুভূতি হলেও দিনের বেলা গরম অনুভুতি হবে। কলকাতা আজ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

যদিও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের চার জেলায় হালকা বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ মার্চ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কিছু অংশে বৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পারদ বাড়তে পারে।

   

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টির পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এই অঞ্চল দিয়ে যাবে। এর কিছুটা প্রভাব পড়বে দার্জিলিংয়েও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা সর্বোচ্চ ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস কম।

rain

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। ফলে আপনিও যদি বাড়ি থেকে বেরনোর পরিকল্পনা করে থাকেন তাহলে ছাতা সঙ্গে নিয়ে বেরোতে ভুলবেন না কিন্তু।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর