ফুঁসছে ঘূর্ণাবর্ত, ওলটপালট হবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে শুরু নয়া বিপত্তি, জারি অ্যালার্ট

সকাল থেকেই মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা। আপনিও কি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন বা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন? আদৌ জানেন বাংলার (West Bengal) আবহাওয়া (Weather) কেমন থাকবে ? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি।

আকাশ মেঘলা হয়ে রয়েছে। সেইসঙ্গে বিগত কয়েকদিন ধরে বাংলার পারদ ওঠানামা করছে। কখনো বৃষ্টি তো কখনো গরম, সকালে ঠান্ডা, বার দিকে গরম, তো আবার রাতের দিকে আবার ঠান্ডা ঠান্ডা অনুভূতি, কার্যত এরকমই খামখেয়ালিপনায় ভরা আবহাওয়ার সাক্ষী থাকছেন মানুষ। এখন খাতায় কলমে শীত বিদায় নিয়েছে বাংলা থেকে। যদিও সকাল, রাতে শীত শীত অনুভূতি বজায় রয়েছে।

দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের আবহাওয়া

   

তবে আজ বৃহস্পতিবার কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলার আবহাওয়া কেমন থাকবে জানেন? আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া শুষ্কই থাকবে। তবে আগামীকাল থেকে ফের আমূল বদলে যাবে বাংলার আবহাওয়া। বাড়বে গরম। নতুন করে কালঘাম ছুটে যাবে মানুষের। আজ সারাদিন সব জায়গাতেই মনোরম আবহাওয়া বিরাজ করবে।

হাওয়া অফিস জানাচ্ছে, মূলত পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে আসামে। আর তার জেরেই আবহাওয়ার চরম ওলোটপালট হওয়ার সম্ভাবনা বেশ কিছু জায়গায়।

rain

আজ উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কতা ঝড়-বৃষ্টির প্রভাব পড়বে দার্জিলিংয়েও। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ উত্তরখণ্ডে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা। অরুণাচল প্রদেশেও বৃষ্টি এবং অসম, মেঘালয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর